খুলনার ডুমুরিয়া প্রেসক্লাব সদস্য ও দৈনিক অণির্বান পত্রিকার প্রতিনিধি আশরাফুল আলম’র মাতা রোকেয়া বেগম (৭৮) স্ট্রোকে আক্রান্ত হয়ে আজ সোমবার খুলনার একটি সরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি- ওয়াইন্না ইলাহি রাজিউন)।
জানা গেছে, সাংবাদিক আশরাফুল আলম’র মাতা রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে ডায়বেটিসসহ বিভিন্ন জঠিল রোগে ভুগছিলেন। আজ সোমবার ভোরে তাঁর শারীরিক অবস্হার অবন্নতি হলে তাকে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্হায় সকাল সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।
বাদ আসর উপজেলার থুকড়া গ্রামের সরদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে।
এদিকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন।
এরা হলেন সভাপতি কাজী আব্দুল্লাহ, সিনিয়র সাংবাদিক ও নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আকুঞ্জি, সহসভাপতি অরুন দেবনাথ,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, সহ:সম্পাদক সুব্রত ফৌজদার, কোষাধ্যক্ষএস,রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল,দপ্তর সম্পাদক শেখ আব্দুস সালাম,প্রচার সম্পাদক গাজী মাসুম,নির্বাহী সদস্য সেলিম আবেদ, আক্তারুজ্জামান লিটন ও গাজী নাসিম প্রমূখ।