জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বৃষ্টির মধ্যেও সেবা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
আজ মঙ্গলবার ( ২০ জুন) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়।
বেলা ১২ টার দিকে বৃষ্টি শুরু হলে, বৃষ্টির মধ্যেও বিভিন্ন সেবা দিতে দেখা যায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের।এসময় জয় বাংলা বাইক সার্ভিসের মাধ্যমে ভর্তিচ্ছুদের তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া, আশ্রয়ের ব্যবস্থা করা সহ বিভিন্ন সেবা দিতে দেখা যায়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘রোদ-বৃষ্টি-ঝড়ে সবসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলো এবং থাকবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্র সমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যেকোনো প্রতিকূল পরিবেশে সাধারণ শিক্ষার্থীদের সাথে থাকবে।’