ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩৯ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৫শত ৬৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২জুন) দুপুরে নান্দাইল পৌরসভার কার্যালয়ের সামনে প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া।
বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, বিশেষ অতিথি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূঁইয়া,কাউন্সিল মনিরুজ্জামান ভূঁইয়া মনি,শাহীনুর রহমান,খায়রুল ইলাম মানিক,ইসহাক মিয়া, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সাংবাদিক সহ-পৌরসভার গণমান্য ব্যক্তিবর্গ।