আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নড়াইল পৌরসভায় ভিজিএফ কর্মসুচির আওতায় দুস্থদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২৫জুন)সকালে নড়াইল পৌরসভা চত্বরে পৌরসভার কার্ডধারীদের মাঝে বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ওহাবুল আলম,পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, নড়াইল পৌর সভার হিসাব রক্ষক মোঃ সাইফুজ্জামান,শিমুল বিশ^াস,সহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও উপকারভোগীরা। এ কর্মসুচির আওতায় নড়াইল পৌর সভায় ৪ হাজার ৬ শত ২১ জন কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাউল দেয়া হয় ।