গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আব্দুস কুদ্দুস নামে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করছে পুলিশ।
শনিবার (১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুস কুদ্দুস ওই গ্রামের মরহুম মবারক আলীর ছেলে।
এ ঘটনায় আটকব্যক্তিরা হলেন উপজেলা খুকশিয়া গ্রামের সংশেরের ছেলে মধু মিয়া, মুনসুর আলীর ছেলে ছকু, সাইদার, সানোয়ার, আরিফ মিয়ার ছেলে কাওসার, মিলন মিয়ার ছেলে মনতাজ, মধুর স্ত্রী শিউলী বেগম ও দুই মেয়ে মিম আর মিতু, সানোয়ারের স্ত্রী সুমনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার খুকশিয়া গ্রামে দীর্ঘ দিন থেকে মধু ও আনসারের মধ্য জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বিরোধী জমিতে দু’পক্ষ সীমানা নিধারনের জন্য সার্ভেয়ার (আমিন) নিয়ে আসেন। সার্ভেয়ার এসেও তাদের বিরোধ মিটমাট করতে পারেনি। একপর্যায়ে রাত ১০টার দিকে আনসারের ভাই তার (আব্দুল কুদ্দুস) সাথে জমি বিষয় নিয়ে মধুর তর্ক চলছিল। হঠাৎ করে মধুসহ তার শরিকরা তার উপর হামলায় চলায়। ঘটনান্থলেই তিনি মারা যান। পরে এলাবাসী হত্যাকারীদের ঘরের মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আরো জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানায় এএসপিসি সার্কেল উদয় কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সাহ, তদন্ত বুলবুল আহম্মেদসহ কয়েজন এস আই, এ এস আই এবং কিছু সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হয়ে হত্যাকারীদের আটক করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি শামছুল আলম সাহ রাত দেড়টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ১০ জনকে আটক করা হয়েছে। একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।