ব্রাজিলে ভবন ধস, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ব্রাজিলে ভবন ধস, নিহত ১১

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পার্নামবুকোতে শুক্রবার একটি ভবন ধসে চার শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। রাজ্যের সামাজিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এসডিএস) বরাত দিয়ে সিএনএন ব্রাজিল এ তথ্য জানিয়েছে।

এসডিএস জানিয়েছে, রাজ্যের রাজধানী রেসিফের উপকণ্ঠে জাঙ্গা পাড়ায় ভবনটি ধসে পড়ার পর তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। কিন্তু পরে হাসপাতালে তার মৃত্যু হয়। দুই শিশুসহ তিনজন এখনো নিখোঁজ রয়েছে।

সিএনএন ব্রাজিল জানিয়েছে, নিহত শিশুদের বয়স পাঁচ, আট, ১২ এবং ১৬ বছর। শনিবার সকালে ধ্বংসস্তূপ থেকে ১৯ বছর বয়সী এক যুবকের লাশও বের করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে।

ব্রাজিলে ভবন ধস, নিহত ১১

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ব্রাজিলে ভবন ধস, নিহত ১১

ব্রাজিলে ভবন ধস, নিহত ১১

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পার্নামবুকোতে শুক্রবার একটি ভবন ধসে চার শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। রাজ্যের সামাজিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এসডিএস) বরাত দিয়ে সিএনএন ব্রাজিল এ তথ্য জানিয়েছে।

এসডিএস জানিয়েছে, রাজ্যের রাজধানী রেসিফের উপকণ্ঠে জাঙ্গা পাড়ায় ভবনটি ধসে পড়ার পর তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। কিন্তু পরে হাসপাতালে তার মৃত্যু হয়। দুই শিশুসহ তিনজন এখনো নিখোঁজ রয়েছে।

সিএনএন ব্রাজিল জানিয়েছে, নিহত শিশুদের বয়স পাঁচ, আট, ১২ এবং ১৬ বছর। শনিবার সকালে ধ্বংসস্তূপ থেকে ১৯ বছর বয়সী এক যুবকের লাশও বের করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে।

ব্রাজিলে ভবন ধস, নিহত ১১

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত