চেয়ারম্যান ও মেয়র দ্বন্দ্ব: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আবদুল লতিফ লায়ন জেলা প্রতিনিধি, জামালপুর
চেয়ারম্যান ও মেয়র দ্বন্দ্ব: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জামালপুরের বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির আহবায়ক কমিটি নিয়ে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের দ্বন্ধ এখন প্রকাশ্যে। দুই পক্ষই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণা দিয়েছেন। শনিবার রাতে দুই পক্ষই সংবাদ সম্মেলন করেন।

জানা যায়, প্রায় ১০ বছর আগে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির নির্বাচন হয়। নির্বাচনে মানিক সওদাগর সভাপতি ও আবদুল হামিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত শনিবার বিকালে সরকারি ভোকেশনাল টেক্সটাইল হলরুমে শিল্প ও বণিক সমিতির সাধারণ সভার আহবান করা হয়। প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর।

সভায় কমিটি বিলুপ্ত ঘোষণা এবং নতুন আহবায়ক কমিটির দাবি তুলেন সদস্যরা। সদস্যদের দাবির প্রেক্ষিতে কমিটি বিলুপ্তের ঘোষণা দেন সভাপতি মানিক সওদাগর। পরে সদস্য সচিব পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিলে সাইফুল ইসলাম শাকিল তালুকদার ও সেকান্দর আলী প্রার্থী হন। কন্ঠ ভোটে শাকিল তালুকদার সদস্য সচিব মনোনীত হন।

আহবায়ক পদে প্রার্থী হওয়ার জন্য ঘোষণা দিলে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, এ এম নুরুজ্জামান ও আবদুল হামিদ প্রার্থী হন। এ সময় কন্ঠ ভোটে আবদুল হামিদের পক্ষে ১৫ জন ও এ এম নুরুজ্জামানের পক্ষে ২৫ জন এবং নজরুল ইসলামের পক্ষে হাত তুলে ৭০ জন সদস্য সমর্থন দেন। কিন্তু বিশেষ অতিথি থেকে নজরুল ইসলাম প্রার্থী হওয়ায় ক্ষেপে যান আবদুর রউফ তালুকদার। এর পরেই উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র তর্কে জড়িয়ে পড়েন। এ ফাঁকে এ এম নুরুজ্জামানকে আহবায়ক ও শাকিল তালুকদারকে সদস্য সচিব ঘোষণা দেন আবদুর রউফ তালুকদার। এতে দুই পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সভা থেকে বের হয়ে চলে যান মেয়র নজরুল ইসলাম সওদাগর ও তার বড় ভাই আলহাজ্ব মানিক সওদাগর। শনিবার রাত ৯ টার দিকে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ এম নুরুজ্জামানকে আহবায়ক ও শাকিল তালুকদারকে সদস্য সচিব ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

রাত ১০ টার দিকে বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মানিক সওদাগর ও আবদুল হামিদ। সম্মেলনে তারা নজরুল ইসলাম সওদাগরকে আহবায়ক ও শাকিল তালুকদারকে সদস্য সচিব ঘোষণা দেন। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও কমিটি নিয়ে দুই শিবিরেই উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

শিল্প ও বণিক সমিতির সদস্য ওয়ালেছ মিয়া বলেন, ৭০ জন সদস্য নজরুল ইসলাম সওদাগরের পক্ষে সমর্থন দিয়েছেন। তাছাড়া কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। নিয়মানুযায়ী নজরুল সওদাগর কমিটির আহবায়ক।

এ ব্যাপারে আবদুল হামিদ বলেন,সমিতির সকল সদস্যের সাথে একমত পোষণ করে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত এবং নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের কন্ঠ ভোটে নজরুল ইসলাম সওদাগর আহবায়ক ও সাইফুল ইসলাম শাকিল তালুকদার সদস্য সচিব মনোনীত হয়েছেন।

পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন,উপস্থিত শতকরা ৭০ ভাগ সদস্য হাত তুলে আমার পক্ষে সমর্থন দেন। এটা উপজেলা চেয়ারম্যান মেনের সহ্য হয়নি। কারন তার সমর্থিত প্রার্থী নুরুজ্জামান আহবায়ক হতে না পারায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। তাই মনগড়া ভাবে কমিটি ঘোষনা দিয়েছেন। তার ঘোষনা ব্যবাসায়ীরা মানবে না।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার বলেন, মেয়র ছিলেন সভার বিশেষ অতিথি। দুইজন আহবায়ক পদে প্রার্থী হন। এন এম নুরুজ্জামান কন্ঠ ভোটে বেশি ভোট পেয়ে আহবায়ক মনোনীত হয়েছেন। বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কি করে কমিটি অনুমোদন দেয় মাথায় আসে না।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন,বণিক সমিতির কমিটি নিয়ে দুই পক্ষ সংবাদ সম্মেলন করেছেন। এ বিষয়ে সতর্কবস্থায় রয়েছে পুলিশ।ন। এ বিষয়ে সতর্কবস্থায় রয়েছে পুলিশ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চেয়ারম্যান ও মেয়র দ্বন্দ্ব: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

চেয়ারম্যান ও মেয়র দ্বন্দ্ব: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জামালপুরের বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির আহবায়ক কমিটি নিয়ে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের দ্বন্ধ এখন প্রকাশ্যে। দুই পক্ষই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণা দিয়েছেন। শনিবার রাতে দুই পক্ষই সংবাদ সম্মেলন করেন।

জানা যায়, প্রায় ১০ বছর আগে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির নির্বাচন হয়। নির্বাচনে মানিক সওদাগর সভাপতি ও আবদুল হামিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত শনিবার বিকালে সরকারি ভোকেশনাল টেক্সটাইল হলরুমে শিল্প ও বণিক সমিতির সাধারণ সভার আহবান করা হয়। প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর।

সভায় কমিটি বিলুপ্ত ঘোষণা এবং নতুন আহবায়ক কমিটির দাবি তুলেন সদস্যরা। সদস্যদের দাবির প্রেক্ষিতে কমিটি বিলুপ্তের ঘোষণা দেন সভাপতি মানিক সওদাগর। পরে সদস্য সচিব পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিলে সাইফুল ইসলাম শাকিল তালুকদার ও সেকান্দর আলী প্রার্থী হন। কন্ঠ ভোটে শাকিল তালুকদার সদস্য সচিব মনোনীত হন।

আহবায়ক পদে প্রার্থী হওয়ার জন্য ঘোষণা দিলে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, এ এম নুরুজ্জামান ও আবদুল হামিদ প্রার্থী হন। এ সময় কন্ঠ ভোটে আবদুল হামিদের পক্ষে ১৫ জন ও এ এম নুরুজ্জামানের পক্ষে ২৫ জন এবং নজরুল ইসলামের পক্ষে হাত তুলে ৭০ জন সদস্য সমর্থন দেন। কিন্তু বিশেষ অতিথি থেকে নজরুল ইসলাম প্রার্থী হওয়ায় ক্ষেপে যান আবদুর রউফ তালুকদার। এর পরেই উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র তর্কে জড়িয়ে পড়েন। এ ফাঁকে এ এম নুরুজ্জামানকে আহবায়ক ও শাকিল তালুকদারকে সদস্য সচিব ঘোষণা দেন আবদুর রউফ তালুকদার। এতে দুই পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সভা থেকে বের হয়ে চলে যান মেয়র নজরুল ইসলাম সওদাগর ও তার বড় ভাই আলহাজ্ব মানিক সওদাগর। শনিবার রাত ৯ টার দিকে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ এম নুরুজ্জামানকে আহবায়ক ও শাকিল তালুকদারকে সদস্য সচিব ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

রাত ১০ টার দিকে বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মানিক সওদাগর ও আবদুল হামিদ। সম্মেলনে তারা নজরুল ইসলাম সওদাগরকে আহবায়ক ও শাকিল তালুকদারকে সদস্য সচিব ঘোষণা দেন। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও কমিটি নিয়ে দুই শিবিরেই উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

শিল্প ও বণিক সমিতির সদস্য ওয়ালেছ মিয়া বলেন, ৭০ জন সদস্য নজরুল ইসলাম সওদাগরের পক্ষে সমর্থন দিয়েছেন। তাছাড়া কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। নিয়মানুযায়ী নজরুল সওদাগর কমিটির আহবায়ক।

এ ব্যাপারে আবদুল হামিদ বলেন,সমিতির সকল সদস্যের সাথে একমত পোষণ করে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত এবং নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের কন্ঠ ভোটে নজরুল ইসলাম সওদাগর আহবায়ক ও সাইফুল ইসলাম শাকিল তালুকদার সদস্য সচিব মনোনীত হয়েছেন।

পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন,উপস্থিত শতকরা ৭০ ভাগ সদস্য হাত তুলে আমার পক্ষে সমর্থন দেন। এটা উপজেলা চেয়ারম্যান মেনের সহ্য হয়নি। কারন তার সমর্থিত প্রার্থী নুরুজ্জামান আহবায়ক হতে না পারায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। তাই মনগড়া ভাবে কমিটি ঘোষনা দিয়েছেন। তার ঘোষনা ব্যবাসায়ীরা মানবে না।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার বলেন, মেয়র ছিলেন সভার বিশেষ অতিথি। দুইজন আহবায়ক পদে প্রার্থী হন। এন এম নুরুজ্জামান কন্ঠ ভোটে বেশি ভোট পেয়ে আহবায়ক মনোনীত হয়েছেন। বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কি করে কমিটি অনুমোদন দেয় মাথায় আসে না।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন,বণিক সমিতির কমিটি নিয়ে দুই পক্ষ সংবাদ সম্মেলন করেছেন। এ বিষয়ে সতর্কবস্থায় রয়েছে পুলিশ।ন। এ বিষয়ে সতর্কবস্থায় রয়েছে পুলিশ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত