চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার

রাশিয়ার ফেডারেল সরকার চাল রপ্তনি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে পুতিন প্রশাসন। মূলত দেশটির আভ্যন্তরীণ চালের বাজার স্থিতিশীলতা রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে রুশ ফেডারেশন মন্ত্রিসভা টেলিগ্রাম চ্যানেলকে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইউরোশিয়ান অর্থনৈতিক ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ ছাড়াও আবখাজিয়া ও সাউথ অসেটিয়া এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ ছাড়া বিদেশে মানবিক সাহায্যের অংশ হিসেবে চাল প্রদান অব্যাহত থাকবে।

এ বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান বলছে, রাশিয়ার চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত তাদের বাজারে কোন প্রভাব ফেলবে না। দেশটির বছরে দেড়লাখ টন চাল দরকার হয়। তারা এর একটি ক্ষুদ্রাংশ রাশিয়া থেকে আমদানি করে থাকে।

অপর দিকে সংযুক্ত আরব আমিরাত চাল রপ্তানি ও পুণরপ্তানি নিষিদ্ধ করেছে। প্রথমে ভারত ও পরে রাশিয়া বিদেশে চাল রপ্তানি নিষিদ্ধ করে। এ নিয়ে চালের বাজারে অস্থিরতা দেখা দেওয়ার আশংকার মধ্যে আমিরাত এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

সূত্র :আর্মেনিয়া টাইমস, জর্ডান টাইমস

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার

চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার

রাশিয়ার ফেডারেল সরকার চাল রপ্তনি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে পুতিন প্রশাসন। মূলত দেশটির আভ্যন্তরীণ চালের বাজার স্থিতিশীলতা রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে রুশ ফেডারেশন মন্ত্রিসভা টেলিগ্রাম চ্যানেলকে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইউরোশিয়ান অর্থনৈতিক ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ ছাড়াও আবখাজিয়া ও সাউথ অসেটিয়া এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ ছাড়া বিদেশে মানবিক সাহায্যের অংশ হিসেবে চাল প্রদান অব্যাহত থাকবে।

এ বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান বলছে, রাশিয়ার চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত তাদের বাজারে কোন প্রভাব ফেলবে না। দেশটির বছরে দেড়লাখ টন চাল দরকার হয়। তারা এর একটি ক্ষুদ্রাংশ রাশিয়া থেকে আমদানি করে থাকে।

অপর দিকে সংযুক্ত আরব আমিরাত চাল রপ্তানি ও পুণরপ্তানি নিষিদ্ধ করেছে। প্রথমে ভারত ও পরে রাশিয়া বিদেশে চাল রপ্তানি নিষিদ্ধ করে। এ নিয়ে চালের বাজারে অস্থিরতা দেখা দেওয়ার আশংকার মধ্যে আমিরাত এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

সূত্র :আর্মেনিয়া টাইমস, জর্ডান টাইমস

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত