কয়েক হাজার গাড়ি নিয়ে ৫ দিন ধরে পুড়ছে জাহাজ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
কয়েক হাজার গাড়ি নিয়ে ৫ দিন ধরে পুড়ছে জাহাজ
নেদারল্যান্ড উপকূলে পাঁচ দিন ধরে মাঝ সাগরে পুড়ছে জাহাজ। ছবি: সংগৃহীত

প্রায় চার হাজার গাড়ি নিয়ে পাঁচ দিন ধরে মাঝ সাগরে পুড়ছে জাহাজ। ভয়াবহ এ ঘটনা ঘটেছে নেদারল্যান্ডে। এরই মধ্যে একজন ক্রুয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। খবর এপির।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে জলন্ত অবস্থায়ই জাহাজটিকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হবে।

গত মঙ্গলবার (২৬ জুলাই) রাতে উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে পানামা পতাকাবাহী একটি শিপ ক্যারিয়ারে আগুন ধরে যায়। ঘটনার পরপরই আগুন নেভাতে অভিযান শুরু করে ডাচ কোস্ট গার্ড। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি সাড়ে ৬০০ ফুট দৈর্ঘ্যের শিপ ক্যারিয়ারের আগুন।

জানা গেছে, জার্মানি থেকে মিশরে যাচ্ছিল জাহাজটি। এতে ৫০০ ইলেক্ট্রিক গাড়িসহ ৩ হাজার ৭৮৩টি যান ছিল। এখন পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি কর্তৃপক্ষ।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এখন পর্যন্ত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ওই ক্রু ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করেছেন আরও বেশ কয়েকজন। জাহাজটিতে মোট ২৩ জন ক্রু ছিলেন। এখন পর্যন্ত কতজন উদ্ধার হয়েছেন তা নিশ্চিত নয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কয়েক হাজার গাড়ি নিয়ে ৫ দিন ধরে পুড়ছে জাহাজ

কয়েক হাজার গাড়ি নিয়ে ৫ দিন ধরে পুড়ছে জাহাজ
নেদারল্যান্ড উপকূলে পাঁচ দিন ধরে মাঝ সাগরে পুড়ছে জাহাজ। ছবি: সংগৃহীত

প্রায় চার হাজার গাড়ি নিয়ে পাঁচ দিন ধরে মাঝ সাগরে পুড়ছে জাহাজ। ভয়াবহ এ ঘটনা ঘটেছে নেদারল্যান্ডে। এরই মধ্যে একজন ক্রুয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। খবর এপির।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে জলন্ত অবস্থায়ই জাহাজটিকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হবে।

গত মঙ্গলবার (২৬ জুলাই) রাতে উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে পানামা পতাকাবাহী একটি শিপ ক্যারিয়ারে আগুন ধরে যায়। ঘটনার পরপরই আগুন নেভাতে অভিযান শুরু করে ডাচ কোস্ট গার্ড। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি সাড়ে ৬০০ ফুট দৈর্ঘ্যের শিপ ক্যারিয়ারের আগুন।

জানা গেছে, জার্মানি থেকে মিশরে যাচ্ছিল জাহাজটি। এতে ৫০০ ইলেক্ট্রিক গাড়িসহ ৩ হাজার ৭৮৩টি যান ছিল। এখন পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি কর্তৃপক্ষ।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এখন পর্যন্ত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ওই ক্রু ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করেছেন আরও বেশ কয়েকজন। জাহাজটিতে মোট ২৩ জন ক্রু ছিলেন। এখন পর্যন্ত কতজন উদ্ধার হয়েছেন তা নিশ্চিত নয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত