প্রীতি ম্যাচে বার্সার কাছে পাত্তাই পেল না রিয়াল

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
প্রীতি ম্যাচে বার্সার কাছে পাত্তাই পেল না রিয়াল
রিয়ালের বিপক্ষে বার্সা এগিয়ে গিয়েছিল ওসমান ডেম্বেলের গোলে

গত মৌসুমে বার্সেলোনার কাছে অনেকবারই নাস্তানাবুদ হয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ- ঘরোয়া ফুটবলের তিন প্রতিযোগিতায় মোট পাঁচবার পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ২০২২-২৩ মৌসুমের ঐতিহ্যবাহী এল ক্লাসিকো মহারণে রিয়ালের দুই জয়ের বিপরীতে বার্সা জিতেছিল তিনবার।

২০২৩-২৪ মৌসুমে অবশ্য আগেভাগেই পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। হোক না প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচ, তাতে কী আর এল ক্লাসিকোর উত্তাপ কমে! শনিবার (২৯ জুলাই) সেই মহারণে লস ব্লাঙ্কোসদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। বার্সার পক্ষে গোল করেছেন ওসমান ডেম্বেলে, লোপেজ মার্টিন ও ফেরান তোরেস।

প্রাক-মৌসুমে এল ক্লাসিকোর এই লড়াইয়ে বার্সা-রিয়াল দুই দলই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছিল। ম্যাচের শুরু থেকেই তাই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ম্যাচের ১৫ মিনিটের মাথায় গোল পেয়ে এগিয়ে যায় বার্সেলোনাই। পেদ্রি গঞ্জালেসের কাছ থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে আড়াআড়ি শটে বল জালে জড়ান ডেম্বেলে।

পিছিয়ে পড়ার মিনিট পাঁচেক পরই সমতায় ফেরার সুযোগ পেয়ছিল রিয়াল। বার্সেলোনার ডি-বক্সে জুড বেলিংহাম ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু স্পটকিক থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পেনাল্টি রুখে দেন বার্সা গোলরক্ষক টার স্টেগান।

প্রথমার্ধের বাকি সময়ও ম্যাচে ফিরতে মরিয়া ছিল রিয়াল। বার্সাও চেয়েছিল ব্যবধান বাড়াতে। কিন্তু কখনো নিজেদের ভুলে আবার কখনো প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পায়নি কোনো দলই। বিরতির পরও আক্রমণ প্রতি-আক্রমণে জমে ওঠে ম্যাচ। গোলের জন্য দুই দলই তখন মরিয়া হয়ে সুযোগ তৈরি করলেও তা কাজে লাগতে পারছিল না।

অবশেষে ৮৫ মিনিটে ব্যবধান বাড়াতে সক্ষম হয় বার্সেলোনা। সার্জিও রবার্তোর কাছ থেকে বল পেয়ে জোরালো শটে গোল করেন ২০ বছর বয়সী মিডফিল্ডার লোপেজ মার্টিন। অন্তিম সময়ে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফেরান তোরেস। যোগ করা সময়ে লোপেজের কাছ থেকে বল পেয়ে সেটিকে আগুয়ান রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার মাথার ওপর দিয়ে জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড।

তিন গোলের ব্যবধানে পরাজিত হলেও ম্যাচে বল দখল এবং আক্রমণে কিন্তু বার্সার চেয়ে এগিয়ে ছিল রিয়ালই। ৫৩% বলের দখল রেখে রিয়াল শট নেয় ২৯টি। যদিও মাত্র ৫টি শটই লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে, বার্সা ১২টি শট নিয়ে ৭টিকেই লক্ষ্যে রাখে। মূলত নিখুঁত ফিনিশিংই বার্সা ও রিয়ালের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। এছাড়া, পুরো ম্যাচে রিয়ালের একাধিক শট পোস্টে প্রতিহত হয়েছে।

নিজেদের প্রাক-মৌসুম প্রস্তুতিতে আরো একটি ম্যাচ খেলবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুই দলই। আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এসি মিলানের মুখোমুখি হবে কাতালান পরাশক্তিরা। পক্ষান্তরে, আগামী ৩ আগস্ট ফ্লোরিডার অরলান্ডোতে প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে আরেক ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের মোকাবিলা করবে রিয়াল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রীতি ম্যাচে বার্সার কাছে পাত্তাই পেল না রিয়াল

প্রীতি ম্যাচে বার্সার কাছে পাত্তাই পেল না রিয়াল
রিয়ালের বিপক্ষে বার্সা এগিয়ে গিয়েছিল ওসমান ডেম্বেলের গোলে

গত মৌসুমে বার্সেলোনার কাছে অনেকবারই নাস্তানাবুদ হয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ- ঘরোয়া ফুটবলের তিন প্রতিযোগিতায় মোট পাঁচবার পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ২০২২-২৩ মৌসুমের ঐতিহ্যবাহী এল ক্লাসিকো মহারণে রিয়ালের দুই জয়ের বিপরীতে বার্সা জিতেছিল তিনবার।

২০২৩-২৪ মৌসুমে অবশ্য আগেভাগেই পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। হোক না প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচ, তাতে কী আর এল ক্লাসিকোর উত্তাপ কমে! শনিবার (২৯ জুলাই) সেই মহারণে লস ব্লাঙ্কোসদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। বার্সার পক্ষে গোল করেছেন ওসমান ডেম্বেলে, লোপেজ মার্টিন ও ফেরান তোরেস।

প্রাক-মৌসুমে এল ক্লাসিকোর এই লড়াইয়ে বার্সা-রিয়াল দুই দলই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছিল। ম্যাচের শুরু থেকেই তাই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ম্যাচের ১৫ মিনিটের মাথায় গোল পেয়ে এগিয়ে যায় বার্সেলোনাই। পেদ্রি গঞ্জালেসের কাছ থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে আড়াআড়ি শটে বল জালে জড়ান ডেম্বেলে।

পিছিয়ে পড়ার মিনিট পাঁচেক পরই সমতায় ফেরার সুযোগ পেয়ছিল রিয়াল। বার্সেলোনার ডি-বক্সে জুড বেলিংহাম ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু স্পটকিক থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পেনাল্টি রুখে দেন বার্সা গোলরক্ষক টার স্টেগান।

প্রথমার্ধের বাকি সময়ও ম্যাচে ফিরতে মরিয়া ছিল রিয়াল। বার্সাও চেয়েছিল ব্যবধান বাড়াতে। কিন্তু কখনো নিজেদের ভুলে আবার কখনো প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পায়নি কোনো দলই। বিরতির পরও আক্রমণ প্রতি-আক্রমণে জমে ওঠে ম্যাচ। গোলের জন্য দুই দলই তখন মরিয়া হয়ে সুযোগ তৈরি করলেও তা কাজে লাগতে পারছিল না।

অবশেষে ৮৫ মিনিটে ব্যবধান বাড়াতে সক্ষম হয় বার্সেলোনা। সার্জিও রবার্তোর কাছ থেকে বল পেয়ে জোরালো শটে গোল করেন ২০ বছর বয়সী মিডফিল্ডার লোপেজ মার্টিন। অন্তিম সময়ে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফেরান তোরেস। যোগ করা সময়ে লোপেজের কাছ থেকে বল পেয়ে সেটিকে আগুয়ান রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার মাথার ওপর দিয়ে জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড।

তিন গোলের ব্যবধানে পরাজিত হলেও ম্যাচে বল দখল এবং আক্রমণে কিন্তু বার্সার চেয়ে এগিয়ে ছিল রিয়ালই। ৫৩% বলের দখল রেখে রিয়াল শট নেয় ২৯টি। যদিও মাত্র ৫টি শটই লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে, বার্সা ১২টি শট নিয়ে ৭টিকেই লক্ষ্যে রাখে। মূলত নিখুঁত ফিনিশিংই বার্সা ও রিয়ালের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। এছাড়া, পুরো ম্যাচে রিয়ালের একাধিক শট পোস্টে প্রতিহত হয়েছে।

নিজেদের প্রাক-মৌসুম প্রস্তুতিতে আরো একটি ম্যাচ খেলবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুই দলই। আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এসি মিলানের মুখোমুখি হবে কাতালান পরাশক্তিরা। পক্ষান্তরে, আগামী ৩ আগস্ট ফ্লোরিডার অরলান্ডোতে প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে আরেক ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের মোকাবিলা করবে রিয়াল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত