ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
৩১ জুলাই (সোমবার) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানার নেতত্বে উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিস থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এক আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সইদুল হক।
র্যালিতে স্বেচ্ছাসেবক লীগসহ আ’লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিয়ন হতে আগত হাজার হাজার নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।পরে সন্ধ্যায় পৌরশহরের চৌরাস্তা মৌড়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি সাবেক অধ্যাক্ষ সইদুল হক।
গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগ সহ সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক প্রশান্ত বসাক,কৃষক লীগ সাধারণ সম্পাদক দীগেন্দ্রনাথ বর্মণ, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী।
এছাড়াও, জেলা সেচ্ছাসেবক লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল তারেক লিপু ও জাকারিয়া হাবিব ডন, প্রসেনজিত দাস মলয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নইমুল ইসলাম,রেজাউল করিম, মুনিরুজ্জামান বাবলু ও আরমান কাইসার জুয়েল প্রমুখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী।