ছিনতাইকারী সন্দেহে মারধর করে তরুণকে ফেরি থেকে পদ্মায় নিক্ষেপ

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ছিনতাইকারী সন্দেহে মারধর করে তরুণকে ফেরি থেকে পদ্মায় নিক্ষেপ
৫ আগস্ট বেলা ১১টার দিকে পদ্মা নদীতে ওই তরুণকে ভাসতে দেখা যায়, একটি ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়/সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় চলন্ত ফেরিতে ছিনতাইকারী সন্দেহে মারধরের পর বাদল মোল্লা (৩০) নামে এক তরুণকে পদ্মা নদীতে ফেলে দিয়েছে জনতা। একটি ট্রলার নিয়ে তাকে নদী থেকে উদ্ধার করেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়াগামী ভাষা শহীদ বরকত নামে একটি রো রো ফেরিতে এ ঘটনা ঘটে।

বাদল মোল্লা বরগুনার তালতলি উপজেলার তালুকদারপাড়ার বাসিন্দা।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় নদীতে একজনকে ভাসতে দেখে কাছে থাকা এক ট্রলার নিয়ে ৫ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি স্থান থেকে তাকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, উদ্ধারে দেরি হলে তাকে হয়তো আর জীবিত পাওয়া যেত না।

উদ্ধার তরুণ বাদল মোল্লা বলেন, আমি দৌলতদিয়া থেকে ফেরিতে উঠে পাটুরিয়া হয়ে ঢাকায় যাচ্ছিলাম। ফেরিতে এক ছিনতাইকারী এক নারীর ভ্যানিটি ব্যাগ কৌশলে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আমি কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারী দৌড়ে এসে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে ভিড়ের মধ্যে আড়াল হয়ে যায়। এর জেরে জনতা এসে আমাকে বেদম মারধর করে। এরমধ্যে এক ব্যক্তি আমাকে লাথি মেরে পদ্মা নদীতে ফেলে দেয়।

তিনি জানান, বেশ কিছুক্ষণ ভেসে থাকার পর একপর্যায়ে ক্লান্ত হয়ে ডুবে যাচ্ছিলেন।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির বলেন, উদ্ধার হওয়া তরুণ আমাদের হেফাজতে রয়েছে। ছিনতাইয়ের ঘটনাটি অধিকতর নিশ্চিত হতে আমরা কাজ করছি। তার সংশ্লিষ্টতা রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ছিনতাইকারী সন্দেহে মারধর করে তরুণকে ফেরি থেকে পদ্মায় নিক্ষেপ

ছিনতাইকারী সন্দেহে মারধর করে তরুণকে ফেরি থেকে পদ্মায় নিক্ষেপ
৫ আগস্ট বেলা ১১টার দিকে পদ্মা নদীতে ওই তরুণকে ভাসতে দেখা যায়, একটি ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়/সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় চলন্ত ফেরিতে ছিনতাইকারী সন্দেহে মারধরের পর বাদল মোল্লা (৩০) নামে এক তরুণকে পদ্মা নদীতে ফেলে দিয়েছে জনতা। একটি ট্রলার নিয়ে তাকে নদী থেকে উদ্ধার করেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়াগামী ভাষা শহীদ বরকত নামে একটি রো রো ফেরিতে এ ঘটনা ঘটে।

বাদল মোল্লা বরগুনার তালতলি উপজেলার তালুকদারপাড়ার বাসিন্দা।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় নদীতে একজনকে ভাসতে দেখে কাছে থাকা এক ট্রলার নিয়ে ৫ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি স্থান থেকে তাকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, উদ্ধারে দেরি হলে তাকে হয়তো আর জীবিত পাওয়া যেত না।

উদ্ধার তরুণ বাদল মোল্লা বলেন, আমি দৌলতদিয়া থেকে ফেরিতে উঠে পাটুরিয়া হয়ে ঢাকায় যাচ্ছিলাম। ফেরিতে এক ছিনতাইকারী এক নারীর ভ্যানিটি ব্যাগ কৌশলে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আমি কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারী দৌড়ে এসে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে ভিড়ের মধ্যে আড়াল হয়ে যায়। এর জেরে জনতা এসে আমাকে বেদম মারধর করে। এরমধ্যে এক ব্যক্তি আমাকে লাথি মেরে পদ্মা নদীতে ফেলে দেয়।

তিনি জানান, বেশ কিছুক্ষণ ভেসে থাকার পর একপর্যায়ে ক্লান্ত হয়ে ডুবে যাচ্ছিলেন।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির বলেন, উদ্ধার হওয়া তরুণ আমাদের হেফাজতে রয়েছে। ছিনতাইয়ের ঘটনাটি অধিকতর নিশ্চিত হতে আমরা কাজ করছি। তার সংশ্লিষ্টতা রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত