সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৩ জুলাই। নিষেধাজ্ঞার ১৮ দিন পার হলেও বরাদ্দের সব চাল পায়নি বরগুনার তালতলীর জেলে পরিবারগুলো। যা নিয়ে জেলেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে উপজেলা মৎস্য অফিস বলছে দ্বিতীয় কিস্তির বরাদ্দের চিঠি হাতে পেয়েছি। চেয়ারম্যানদের বরাদ্দের চিঠি দেওয়া হয়েছে।দুই তিন দিনের মধ্যে জেলেদের চাল বিতরন করা হবে।
জানা গেছে, দেশের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর সাগরে সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের (২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত) নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ উপজেলায় সরকারী ভাবে নিবন্ধিত জেলে রয়েছেন ৮ হাজার ২’শ জন। এর ভেতরে সমুদ্রগামী জেলে রয়েছেন ৫ হাজার ২’শ জন। সমুদ্রগামী জেলেদের জন্য ভিজিএফের মাধ্যমে ৮৬ কেজি করে চাল বরাদ্দ করে সরকার। প্রথম কিস্তিতে ৫৬ কেজি চাল পেলেও বাকি ৩০ কেজি চাল এখনো দেওয়া হয়নি বলে অভিযোগ জেলেদের । ওই ৬৫ দিনে সরকারের পক্ষ থেকে দেওয়া অপ্রতুল খাদ্য সহায়তা নিয়েও রয়েছে জেলেদের ক্ষোভ। খাদ্য সহায়তা দেয়ার পাশাপাশি নগদ অর্থ দেওয়ার দাবি জেলেদের।
এদিকে অবরোধ শেষ হলেও সাগর উত্তাল এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখনো পুরোদমে মাছ শিকার করতে পারছেন না উপকুলীয় এলাকার ৫ সহস্রাধীক জেলে। সাগরে গেলেও অল্প সময়ের মধ্যে ফিরে আসতে বাধ্য হয়েছেন তারা। ফলে মাছ না পেয়ে তারা হতাশা প্রকাশ করেন। নিষেধাজ্ঞার সময় সরকারি বরাদ্দের বাকি চালগুলো পেলেও কোনোরকম দিনযাপন করতে পারতেন বলে দাবি জেলেদের।
ফকিরহাট জেলে পল্লীর আবু সালে বলেন, সাগর উত্তাল থাকায় দুই দিনের ভেতরেই ফিরে আসতে হয়েছে। অবরোধের সব চাল এখনো পাইনি। এতে পরিবার নিয়ে খুব কষ্টে আছি।
নিদ্রা জেলে পল্লীর মো. পনু বলেন, দুই মাসের নিষেধাজ্ঞা চলায় নদীতে গিয়া মাছ ধরতে পারি না । এজন্য প্রথমবার ৫৬ কেজি চাল কাগজে পেয়েছি। সঠিক ভাবে ৫৬ কেজি পাইনি। তবে বাকি ৩০ কেজি চাল পেলে পরিবার নিয়ে একটু ভালো চলতে পারতাম। এখনো কেন বাকি চাল দিতেছেনা ? এর থেকে আমাদের নগদ টাকা দেওয়ার দাবি করেন তিনি।
নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ডঃ কামরুজ্জামান বাচ্চু মিয়া বলেন, এখনো চাল বরাদ্দের চিঠি পাইনি। চিঠি পেলে দ্রুত চাল বিতরণ করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, সকল চেয়ারম্যানদের চাল বিতরণ করার জন্য বরাদ্দের চিঠি দেওয়া হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা বিতরণ করতে পারেনি। তিনি আরও বলেন চালের পরিবর্তে নগদ টাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা বলেন দ্রুত জেলেদের চাল বিতরনের ব্যবস্হা করা হবে।