ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আবুল হাসান চৌধুরীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে তিনটি ককটেল ও গুলিভর্তি বিদেশি পিস্তল জব্দের দাবি করেছে ডিবি।
আজ সোমবার (২৮ জুলাই) রাজধানীর হাতিরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অস্ত্র উদ্ধারের বিষয়ে হারুন অর রশীদ বলেন, পুলিশকে দুর্বল মনে করে কোনো অস্ত্র কারবারি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী ঢাকা শহরে নির্বিঘ্নে ঘুরে বেড়াবে আর আমাদের ডিবির টিম বসে থাকবে, তা হতে পারে না। আমাদের আইনগত প্রক্রিয়ায় যা যা করা দরকার আমরা তা করবো। ডিবি কাউকে ভয় পায় না বলেও জানান তিনি।
হারুন অর রশীদ আরও বলেন, আলামত যাই হোক না কেন, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে, অস্ত্র কারবারিরা যে দলেরই হোক না কেনো, আমাদের ডিবি পুলিশের প্রতিটি টিম আইনগত প্রক্রিয়ায় তাদের গ্রেপ্তার করতে তৎপর।
তিনি বলেন, গ্রেপ্তারদের রিমান্ডে এনে তাদের গডফাদারদের আমরা খুঁজে বের করবো এবং আইনগত পদক্ষেপ নেবো। আমরা সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাই।
উল্লেখ্য, এর আগে গত ২০ আগস্ট ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তাদের কাছ থেকে তিনটি অস্ত্রও উদ্ধার করা হয়। জাতীয় নির্বাচন সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে বিএনপি নেতাদের নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা অস্ত্র সংগ্রহ করছে বলে এর আগে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।