জি-টোয়েন্টির ১৮তম সম্মেলনে অংশ নিয়ে জোটটির লক্ষ্য পূরণে পরামর্শ দেবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ ঢাকা-দিল্লি সম্পর্কের ‘সোনালী অধ্যায়ে’ আরেকটি পালক যোগ করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সংকটের বহুমাত্রিক সমাধান পেতে আমরা জি-২০ অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার অপেক্ষায় রয়েছি।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ভরতের দিল্লিতে অনুষ্ঠেয় জি-টোয়েন্টির ১৮তম সম্মেলনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করে তিনি বলেন, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে সক্ষমতার বিষয়গুলো তুলো ধরবে বাংলাদেশ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের গুরুত্বই বাংলাদেশকে জি-টোয়োন্টিতে স্থান দিয়েছে।
তিনি বলেন, বিশ্বকে বলার মতো বাংলাদেশের অনেক সফলতার গল্প আছে। সম্মেলন সেই সুযোগও তৈরি করে। ভারত এবারের সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্য করার প্রস্তাব জানাবে বলেও জানান প্রণয় ভার্মা।