নিজের পোষা সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

‌বিদুষ চন্দ্র রায় জেলা প্রতিনিধি, গাইবান্ধা
নিজের পোষা সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপ খেলা দেখাতে গিয়ে পোষা সাপের কামড়ে মজিদুল ইসলাম (৪০) নামের এক সাপুরিয়ার মৃত্যু হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার রামপুরা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মজিদুল ইসলাম গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে।পেশায় একজন সাপুরিয়া ছিলেন।

স্বজনরা জানান, মজিদুল ইসলাম প্রায় ১ যুগ থেকে সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই ধরাবাহিকতায় আজ শনিবার দুপুরে তার পোষা সাপগুলো বক্সে নিয়ে রামপুরা এলাকায় খেলা দেখাচ্ছিলেন। এসময় একটি সাপের কামড়ে গুরুতর আহত হয়। এরই মধ্যে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে মজিদুলের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব বলেন,সাপ খেলা দেখাতে গিয়ে মজিদুল ইসলাম নামের এক সাপুরিয়ার মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। পরিষদের পক্ষ থেকে তার পরিবারকে সহযোগিতার চেষ্টা করা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিজের পোষা সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

নিজের পোষা সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপ খেলা দেখাতে গিয়ে পোষা সাপের কামড়ে মজিদুল ইসলাম (৪০) নামের এক সাপুরিয়ার মৃত্যু হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার রামপুরা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মজিদুল ইসলাম গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে।পেশায় একজন সাপুরিয়া ছিলেন।

স্বজনরা জানান, মজিদুল ইসলাম প্রায় ১ যুগ থেকে সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই ধরাবাহিকতায় আজ শনিবার দুপুরে তার পোষা সাপগুলো বক্সে নিয়ে রামপুরা এলাকায় খেলা দেখাচ্ছিলেন। এসময় একটি সাপের কামড়ে গুরুতর আহত হয়। এরই মধ্যে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে মজিদুলের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব বলেন,সাপ খেলা দেখাতে গিয়ে মজিদুল ইসলাম নামের এক সাপুরিয়ার মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। পরিষদের পক্ষ থেকে তার পরিবারকে সহযোগিতার চেষ্টা করা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত