শেখ কামাল আইটি পার্ক মধুপুরে স্থানান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
শেখ কামাল আইটি পার্ক মধুপুরে স্থানান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় সরকার কর্তৃক নির্ধারিত ও প্রস্তাবিত শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টার মধুপুর উপজেলায় স্থানান্তর এবং কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এম.পি ঘাটাইল বাসীকে তুচ্ছ তাচ্ছিল্য করে সাংঘর্ষিক বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখা মিলনায়তনে ঘাটাইলে আইটি পার্ক রক্ষা কমিটির আয়োজনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক ও আইটি পার্ক রক্ষা কমিটির সদস্য সচিব আতিক হাসান।

২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি হাইটেক পার্কের অনুকূলে ১২ একর ৭৭ শতাংশ জমি বিনামূল্যে বরাদ্দের জন্য ঘাটাইল উপজেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দেয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। প্রতি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। এর আগে ২০১৮ সালের ৩ নভেম্বর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রশাসনিক অনুমোদন পায়। পরে ১ লাখ ১ হাজার টাকায় নামমাত্র মূল্যে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ১২ একর ৭৭ শতাংশ খাসজমির দলিল সম্পাদনের কাজ শেষ হয়। উল্লেখ্য যে, আইটি পার্কের সকল কাগজপত্র অনুমোদন ও প্রস্তাবিত হওয়ার সংবাদে ঘাটাইল বাসী একটি আনন্দ র‍্যালি করে। জানা যায়, একনেক সভায় অর্থ ছাড় দেয়া হয়েছে ঘাটাইলের পাশের উপজেলা মধুপুরের নামে। শুরু থেকেই এর প্রতিবাদ করে আসছেন ঘাটাইলবাসী। প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে করা হয়েছে সংবাদ সম্মেলন। ছাড়াও উপজেলার হামিদপুর হতে দেউলাবাড়ী পর্যন্ত প্রায় ১৫ কি.মি. মানববন্ধন করা হয়। আইটি পার্কের জন্য নির্ধারিত স্থানে গণসংগীত ও প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়েছে।

শেখ কামাল আইটি পার্ক বাস্তবায়ন কমিটি সদস্য সচিব আতিক হাসান বলেন, ঘাটাইলের দেওয়া প্রধানমন্ত্রীর উপহার ক্ষমতার অপব্যাবহার করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এম.পি মধুপুরে স্থানান্তর করেছেন এবং আমাদের (ঘাটাইলের) জনগনের নামে মিথ্যাচার করেছেন। তিনি আরোও বলেন, কৃষি মন্ত্রী ঘাটাইলের শেখ কামাল আইটি পার্ক মধুপুরে নিয়ে ঘাটাইল বাসীদের মনে কষ্ট দিয়েছেন। ঘাটাইল বাসি আজ আপনার প্রতি ক্ষিপ্ত। প্রয়োজনে ঘাটাইলের জনগন আপনাকে অবাঞ্চিত ঘোষনা করবে। আপনার দেওয়া মিথ্যাচার বক্তব্য মানায় না। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটির আহবায়ক আ.ন.ম বজলুর কাদির রহমান, যুগ্ন-আহবায়ক আবুল কালাম আজাদ মামুন, মুক্তিযুদ্ধা অধ্যক্ষ্য মতিউর রহমান, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মো: কামাল হোসেন, প্রমূখ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেখ কামাল আইটি পার্ক মধুপুরে স্থানান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেখ কামাল আইটি পার্ক মধুপুরে স্থানান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় সরকার কর্তৃক নির্ধারিত ও প্রস্তাবিত শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টার মধুপুর উপজেলায় স্থানান্তর এবং কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এম.পি ঘাটাইল বাসীকে তুচ্ছ তাচ্ছিল্য করে সাংঘর্ষিক বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখা মিলনায়তনে ঘাটাইলে আইটি পার্ক রক্ষা কমিটির আয়োজনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক ও আইটি পার্ক রক্ষা কমিটির সদস্য সচিব আতিক হাসান।

২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি হাইটেক পার্কের অনুকূলে ১২ একর ৭৭ শতাংশ জমি বিনামূল্যে বরাদ্দের জন্য ঘাটাইল উপজেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দেয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। প্রতি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। এর আগে ২০১৮ সালের ৩ নভেম্বর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রশাসনিক অনুমোদন পায়। পরে ১ লাখ ১ হাজার টাকায় নামমাত্র মূল্যে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ১২ একর ৭৭ শতাংশ খাসজমির দলিল সম্পাদনের কাজ শেষ হয়। উল্লেখ্য যে, আইটি পার্কের সকল কাগজপত্র অনুমোদন ও প্রস্তাবিত হওয়ার সংবাদে ঘাটাইল বাসী একটি আনন্দ র‍্যালি করে। জানা যায়, একনেক সভায় অর্থ ছাড় দেয়া হয়েছে ঘাটাইলের পাশের উপজেলা মধুপুরের নামে। শুরু থেকেই এর প্রতিবাদ করে আসছেন ঘাটাইলবাসী। প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে করা হয়েছে সংবাদ সম্মেলন। ছাড়াও উপজেলার হামিদপুর হতে দেউলাবাড়ী পর্যন্ত প্রায় ১৫ কি.মি. মানববন্ধন করা হয়। আইটি পার্কের জন্য নির্ধারিত স্থানে গণসংগীত ও প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়েছে।

শেখ কামাল আইটি পার্ক বাস্তবায়ন কমিটি সদস্য সচিব আতিক হাসান বলেন, ঘাটাইলের দেওয়া প্রধানমন্ত্রীর উপহার ক্ষমতার অপব্যাবহার করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এম.পি মধুপুরে স্থানান্তর করেছেন এবং আমাদের (ঘাটাইলের) জনগনের নামে মিথ্যাচার করেছেন। তিনি আরোও বলেন, কৃষি মন্ত্রী ঘাটাইলের শেখ কামাল আইটি পার্ক মধুপুরে নিয়ে ঘাটাইল বাসীদের মনে কষ্ট দিয়েছেন। ঘাটাইল বাসি আজ আপনার প্রতি ক্ষিপ্ত। প্রয়োজনে ঘাটাইলের জনগন আপনাকে অবাঞ্চিত ঘোষনা করবে। আপনার দেওয়া মিথ্যাচার বক্তব্য মানায় না। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটির আহবায়ক আ.ন.ম বজলুর কাদির রহমান, যুগ্ন-আহবায়ক আবুল কালাম আজাদ মামুন, মুক্তিযুদ্ধা অধ্যক্ষ্য মতিউর রহমান, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মো: কামাল হোসেন, প্রমূখ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।