নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
যদিও এই সিরিজে দলের অধিকাংশ ক্রিকেটারই থাকছেন বিশ্রামে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম থেকে শুরু করে কেন উইলিয়ামসনও খেলছেন না এই সিরিজে। তবে এই সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। ম্যাচের আগের দিন বুধবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান এই ব্যাটার।
লিটন বলেন, আমি যখন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। দিনশেষে ১০০ করলে বা ৫ উইকেটে পেয়ে ম্যাচ না জিতলে এটার মূল্য থাকে না। সব খেলোয়াড় পারফর্ম করতে চাইবে। একদিনে সবাই পারফর্ম করবে না, হয়ত ১-২ জন করবে। এটাই ক্রিকেট, এটাই হয়ে আসছে, সামনেও এটাই হবে। সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে দিন থাকবে সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচে মিরপুর স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে।