বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু: ঘটনাস্থলে কোনও ছেঁড়া তার পায়নি বিদ্যুৎ বিভাগ

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু: ঘটনাস্থলে কোনও ছেঁড়া তার পায়নি বিদ্যুৎ বিভাগ
বিদ্যুৎ বিভাগ। ছবি- সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার রাতের টানা বৃষ্টিতে মিরপুরের ঢাকা কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির সামনের সড়কে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, ভালোভাবে অনুসনন্ধান করেও ঘটনাস্থলে বা এর আশপাশে বিদ্যুতের কোনও ছেঁড়া তার পায়নি তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কাছ থেকে মিরপুরের হাজী রোড এলাকায় দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রূপনগর বি ও বি (ডেসকো) বিভাগের আওতাধীন রুপালী হাউজিং ও রূপনগর ফিডার বন্ধ করে দেয়। বৃষ্টির মধ্যেই দ্রুত পরিদর্শন টিম পাঠালে দেখা যায় ওই এলাকার রাস্তা পানিতে ডুবে আছে। পরিদর্শন টিম পুরো এলাকা পরিদর্শন করে কোনও এলটি/এইচটি লাইন ছেঁড়া বা ছেঁড়া বিদ্যুতের তার পায়নি। পরে রাত ১১টা ২৭ মিনিটে বন্ধ ফিডার লাইন চালু করা হয়।

ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আশপাশ এলাকার ছয়টি ট্রান্সফরমার বন্ধ রেখে রাত ১১ টা ২৭ মিনিটে রূপালী হাউজিং ও রূপনগর ফিডার চালু করা হয়। পরবর্তীতে প্রতিটি ট্রান্সফরমারের লাইন পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে কোনও সমস্যা পাওয়া না যাওয়ায় রাত সাড়ে ১২টা নাগাদ সব ট্রান্সফরমার চালু করা হয়।

বিদ্যুৎ বিভাগ আরও বলছে, গ্রাহকের ইন্টারনাল সার্ভিস এর ওয়ারিং ত্রুটির কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। এরকম দুর্ঘটনা বেদনাদায়ক ও মর্মান্তিক। তদন্ত করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু: ঘটনাস্থলে কোনও ছেঁড়া তার পায়নি বিদ্যুৎ বিভাগ

বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু: ঘটনাস্থলে কোনও ছেঁড়া তার পায়নি বিদ্যুৎ বিভাগ
বিদ্যুৎ বিভাগ। ছবি- সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার রাতের টানা বৃষ্টিতে মিরপুরের ঢাকা কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির সামনের সড়কে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, ভালোভাবে অনুসনন্ধান করেও ঘটনাস্থলে বা এর আশপাশে বিদ্যুতের কোনও ছেঁড়া তার পায়নি তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কাছ থেকে মিরপুরের হাজী রোড এলাকায় দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রূপনগর বি ও বি (ডেসকো) বিভাগের আওতাধীন রুপালী হাউজিং ও রূপনগর ফিডার বন্ধ করে দেয়। বৃষ্টির মধ্যেই দ্রুত পরিদর্শন টিম পাঠালে দেখা যায় ওই এলাকার রাস্তা পানিতে ডুবে আছে। পরিদর্শন টিম পুরো এলাকা পরিদর্শন করে কোনও এলটি/এইচটি লাইন ছেঁড়া বা ছেঁড়া বিদ্যুতের তার পায়নি। পরে রাত ১১টা ২৭ মিনিটে বন্ধ ফিডার লাইন চালু করা হয়।

ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আশপাশ এলাকার ছয়টি ট্রান্সফরমার বন্ধ রেখে রাত ১১ টা ২৭ মিনিটে রূপালী হাউজিং ও রূপনগর ফিডার চালু করা হয়। পরবর্তীতে প্রতিটি ট্রান্সফরমারের লাইন পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে কোনও সমস্যা পাওয়া না যাওয়ায় রাত সাড়ে ১২টা নাগাদ সব ট্রান্সফরমার চালু করা হয়।

বিদ্যুৎ বিভাগ আরও বলছে, গ্রাহকের ইন্টারনাল সার্ভিস এর ওয়ারিং ত্রুটির কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। এরকম দুর্ঘটনা বেদনাদায়ক ও মর্মান্তিক। তদন্ত করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত