সরকারকে ব্যর্থ প্রমাণে এক-এগারোর কুশীলবরা সোচ্চার: আরাফাত

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
সরকারকে ব্যর্থ প্রমাণে এক-এগারোর কুশীলবরা সোচ্চার: আরাফাত
মোহাম্মদ আলী আরাফাত। ছবি-সংগৃহীত

কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা কোন ধরনের সভ্যতা- জানতে চেয়েছেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেছেন, “সরকারকে ব্যর্থ প্রমাণে এক-এগারোর কুশিলবরা সোচ্চার। সুদখোর, ট্যাক্স ফাঁকি দেওয়া ব্যক্তিদের বিচার করতে গেলে- তাদের বিদেশি প্রভুরা চিঠি দেয়। দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ন্যাক্কারজনক হস্তক্ষেপ কোন ধরনের সভ্যতা? যারা সভ্যতার ছোবক দেয় তারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কীভাবে ন্যাক্কারজনকভাবে হস্তক্ষেপ করে?”

বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার ভাষানটেক বাগানবাড়ি রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ এ আরাফাত বলেন, “আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন, বিচারালয়ের যে রায় সেই রায়ের বিরুদ্ধে তারা (বিদেশিরা) কীভাবে হস্তক্ষেপ করে? আমি ওই সকল সভ্য সমাজের প্রবর্তক ও বিবেকবান মানুষদের বলবো, শিষ্টাচার রক্ষা করেন। সব ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না।”

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য বলেন, “শেখ হাসিনার স্বপ্ন পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ করা। নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তি মোকাবিলায় যেন দক্ষ হয়ে ওঠে- সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।”

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এই সদস্য বলেন, “বিএনপি-জামায়াতের আমলে লুটপাট, হত্যা, রাহাজানি ছিল নিত্য-নৈমিত্তিক ব্যাপার। এগুলো ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষা করতে তাদের অপারেশন ক্লিনহার্ট করতে হয়েছিল। কিন্তু শেখ হাসিনার আমলে চুরি, লুটপাট, রাহাজানি নাই; যার কারণে অপারেশন ক্লিনহার্টের প্রয়োজন হয় না। মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে অসাধ্য সাধন করা সম্ভব।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সরকারকে ব্যর্থ প্রমাণে এক-এগারোর কুশীলবরা সোচ্চার: আরাফাত

সরকারকে ব্যর্থ প্রমাণে এক-এগারোর কুশীলবরা সোচ্চার: আরাফাত
মোহাম্মদ আলী আরাফাত। ছবি-সংগৃহীত

কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা কোন ধরনের সভ্যতা- জানতে চেয়েছেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেছেন, “সরকারকে ব্যর্থ প্রমাণে এক-এগারোর কুশিলবরা সোচ্চার। সুদখোর, ট্যাক্স ফাঁকি দেওয়া ব্যক্তিদের বিচার করতে গেলে- তাদের বিদেশি প্রভুরা চিঠি দেয়। দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ন্যাক্কারজনক হস্তক্ষেপ কোন ধরনের সভ্যতা? যারা সভ্যতার ছোবক দেয় তারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কীভাবে ন্যাক্কারজনকভাবে হস্তক্ষেপ করে?”

বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার ভাষানটেক বাগানবাড়ি রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ এ আরাফাত বলেন, “আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন, বিচারালয়ের যে রায় সেই রায়ের বিরুদ্ধে তারা (বিদেশিরা) কীভাবে হস্তক্ষেপ করে? আমি ওই সকল সভ্য সমাজের প্রবর্তক ও বিবেকবান মানুষদের বলবো, শিষ্টাচার রক্ষা করেন। সব ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না।”

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য বলেন, “শেখ হাসিনার স্বপ্ন পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ করা। নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তি মোকাবিলায় যেন দক্ষ হয়ে ওঠে- সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।”

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এই সদস্য বলেন, “বিএনপি-জামায়াতের আমলে লুটপাট, হত্যা, রাহাজানি ছিল নিত্য-নৈমিত্তিক ব্যাপার। এগুলো ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষা করতে তাদের অপারেশন ক্লিনহার্ট করতে হয়েছিল। কিন্তু শেখ হাসিনার আমলে চুরি, লুটপাট, রাহাজানি নাই; যার কারণে অপারেশন ক্লিনহার্টের প্রয়োজন হয় না। মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে অসাধ্য সাধন করা সম্ভব।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত