ঠাকুরগাঁওয়ে সবজিবাহী ট্রাক্টর উল্টে নিহত ১ আহত ১৬

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে সবজিবাহী ট্রাক্টর উল্টে নিহত ১ আহত ১৬
প্রতীকি ছবি

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় সবজিবাহী ট্রাক্টর উল্টে সইবুর রহমান (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ১৬ জন। খবর পেয়ে সদর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দ্রুত আহতদের উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করান।

৯ অক্টোবর (সোমবার) দুপুরে সদর উপজেলার ফারাবাড়ি এলাকার চেপ্টিকুড়া নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারাবাড়ি এলাকার বিভিন্ন জায়গা থেকে সবজি ক্রয়ের পর ট্রাক লোড করে শ্রমিক ও ব্যবসায়ীরাসহ ট্রাক যোগে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিল। এসময় ওই এলাকার চেপ্টিকুড়া নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাল্টি খায় ট্রাকটি।

দূর্ঘটনার সময় ট্রাকে থাকা ১৭জন শ্রমিক ও ব্যবসায়ী সড়কে ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ফায়ারসার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করলে এদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে একজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তি সইবুর রহমান (৩২) সদর উপজেলার কহরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষনিক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারনে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঠাকুরগাঁওয়ে সবজিবাহী ট্রাক্টর উল্টে নিহত ১ আহত ১৬

ঠাকুরগাঁওয়ে সবজিবাহী ট্রাক্টর উল্টে নিহত ১ আহত ১৬
প্রতীকি ছবি

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় সবজিবাহী ট্রাক্টর উল্টে সইবুর রহমান (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ১৬ জন। খবর পেয়ে সদর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দ্রুত আহতদের উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করান।

৯ অক্টোবর (সোমবার) দুপুরে সদর উপজেলার ফারাবাড়ি এলাকার চেপ্টিকুড়া নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারাবাড়ি এলাকার বিভিন্ন জায়গা থেকে সবজি ক্রয়ের পর ট্রাক লোড করে শ্রমিক ও ব্যবসায়ীরাসহ ট্রাক যোগে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিল। এসময় ওই এলাকার চেপ্টিকুড়া নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাল্টি খায় ট্রাকটি।

দূর্ঘটনার সময় ট্রাকে থাকা ১৭জন শ্রমিক ও ব্যবসায়ী সড়কে ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ফায়ারসার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করলে এদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে একজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তি সইবুর রহমান (৩২) সদর উপজেলার কহরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষনিক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারনে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত