মাদারীপুরে মানবপাচার দমন আইনের মামলায় গ্রেপ্তার ১

মাসুদ রেজা ফিরোজী জেলা প্রতিনিধি, মাদারীপুর
মাদারীপুরে মানবপাচার দমন আইনের মামলায় গ্রেপ্তার ১

মাদারীপুর সদর উপজেলার পূর্ব কালিকাপুর গ্রাম থেকে মানব পাচার অপরাধ দমন আইনে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর ) রাতে সোহাগ হাওলাদার নামে যুবককে মাদারীপুর সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সোহাগ মাদারীপুর সদর উপজেলার পুর্ব কালিকাপুর গ্রামের বাদশা হাওলাদারের ছেলে।
পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, গত ৬ মাস আগে মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার মজিবর সরদারের ছেলে রুবেল সরদারের কাছ থেকে ইতালি নেওয়ার কথা বলে সোহাগ হাওলাদার ও তার বাবা কয়েক দফায় মোট ২২ লাখ টাকা নিয়েছেন। টাকা নিয়ে প্রতারণা করে পরে বিদেশ না পাঠিয়ে দীর্ঘদিন যাবৎ তালবাহানা করে সোহাগ। রুবেল সরদার তার টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার জানালে ৫ অক্টোবর মাদারীপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন রুবেল।

মামলায় অভিযুক্ত হিসেবে আসামি করা হয়েছে সোহাগ হাওলাদার ও তার বাবা বাদশা হাওলাদার ও তার ভাই সাগর হাওলাদারকে। মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পরে বৃহস্পতিবার রাতে সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন জানান, সোহাগের বিরুদ্ধে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মাদারীপুরে মানবপাচার দমন আইনের মামলায় গ্রেপ্তার ১

মাদারীপুরে মানবপাচার দমন আইনের মামলায় গ্রেপ্তার ১

মাদারীপুর সদর উপজেলার পূর্ব কালিকাপুর গ্রাম থেকে মানব পাচার অপরাধ দমন আইনে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর ) রাতে সোহাগ হাওলাদার নামে যুবককে মাদারীপুর সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সোহাগ মাদারীপুর সদর উপজেলার পুর্ব কালিকাপুর গ্রামের বাদশা হাওলাদারের ছেলে।
পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, গত ৬ মাস আগে মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার মজিবর সরদারের ছেলে রুবেল সরদারের কাছ থেকে ইতালি নেওয়ার কথা বলে সোহাগ হাওলাদার ও তার বাবা কয়েক দফায় মোট ২২ লাখ টাকা নিয়েছেন। টাকা নিয়ে প্রতারণা করে পরে বিদেশ না পাঠিয়ে দীর্ঘদিন যাবৎ তালবাহানা করে সোহাগ। রুবেল সরদার তার টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার জানালে ৫ অক্টোবর মাদারীপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন রুবেল।

মামলায় অভিযুক্ত হিসেবে আসামি করা হয়েছে সোহাগ হাওলাদার ও তার বাবা বাদশা হাওলাদার ও তার ভাই সাগর হাওলাদারকে। মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পরে বৃহস্পতিবার রাতে সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন জানান, সোহাগের বিরুদ্ধে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত