সালমানের ‘টাইগার ৩’–তে শাহরুখের সঙ্গে থাকছেন হৃত্বিকও

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
সালমানের ‘টাইগার ৩’–তে শাহরুখের সঙ্গে থাকছেন হৃত্বিকও

আর মাত্র কিছু দিনের অপেক্ষা। আগামী ১২ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বলিউডের ভাইজান সালমান খানের নতুন সিনেমা “টাইগার ৩”। মুক্তির আগে জানা গেল নতুন চমক। মার্কিন চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, সিনেমাটিতে শুধু শাহরুখ খান নয়, ক্যামিও চরিত্রে হাজির হবেন হৃত্বিক রোশনও।

এর আগে “স্পাই ইউনিভার্স”-এর সিনেমা “ওয়ার’-এ কবিরের ভূমিকায় অভিনয় করেছেন হৃত্বিক। শোনা যাচ্ছে, “টাইগার ৩” সিনেমায় পাঠান, টাইগার ও কবিরকে এক সুতোয় বাঁধতে যাচ্ছেন আদিত্য চোপড়া।

এদিকে ভারতীয় বিনোদন ও জীবনধারা বিষয়ক ওয়েবসাইট “পিঙ্কভিলা” জানিয়েছে, মনীষ শর্মা পরিচালিত “টাইগার” ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির অংশ হবেন হৃত্বিক। তবে তাকে কোন ভূমিকায় দেখা যাবে, তা এখনো জানায়নি প্রযোজনা সংস্থা।

ভ্যারাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, স্পাই ইউনিভার্সকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান আদিত্য চোপড়া। তাই এই ইউনিভার্সের প্রতিটি কিস্তিতেই থাকবে নানা চমক।

আপাতত জনা গেছে, ভারতের তিন সুপারস্টার- সালমান, শাহরুখ ও হৃত্বিককে একই সিনেমায় দেখতে যাচ্ছেন ভ্ক্তরা। তবে তাদের একই ফ্রেমে দেখা যাবে কি-না, সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এছাড়াও সিনেমায় এই তিন সুপারস্টারের কার কী উপস্থাপনা থাকবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি “টাইগার”। এর আগে “এক থা টাইগার” এবং “টাইগার জিন্দা হ্যায়” সিনেমার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন সালমান। প্রযোজনা সংস্থা হিসেবে লাভের মুখ দেখেছে যশরাজ ফিল্মসও।

চলতি বছর ব্লকবাস্টার সিনেমার মাধ্যমেই শুরু করেছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স। বিশ্বজুড়ে বক্স অফিসে প্রায় ১,১০০ কোটি রুপির ব্যবসা করেছে যশরাজের “পাঠান”। শাহরুখ খান অভিনীত “পাঠান”-এর পর এবার “টাইগার ৩”-কে নিয়েও আশাবাদী ওয়াইআরএফ।

এদিকে, মাসখানেক আগে খবর পাওয়া গিয়েছিল, “টাইগার ৩”-তে “আরআরআর” খ্যাত দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরকেও দেখা যেতে পারে। “ওয়ার-২” সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করার কথা ছিল তার। তবে এখন শোনা যাচ্ছে, জুনিয়র এনটিআরকে দেখতে অনুরাগীদের ততটা অপেক্ষা করতে হবে না। “টাইগার ৩” সিনেমাতেই নাকি সালমানের সঙ্গে দেখা যেতে পারে জুনিয়র এনটিআরকে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সালমানের ‘টাইগার ৩’–তে শাহরুখের সঙ্গে থাকছেন হৃত্বিকও

সালমানের ‘টাইগার ৩’–তে শাহরুখের সঙ্গে থাকছেন হৃত্বিকও

আর মাত্র কিছু দিনের অপেক্ষা। আগামী ১২ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বলিউডের ভাইজান সালমান খানের নতুন সিনেমা “টাইগার ৩”। মুক্তির আগে জানা গেল নতুন চমক। মার্কিন চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, সিনেমাটিতে শুধু শাহরুখ খান নয়, ক্যামিও চরিত্রে হাজির হবেন হৃত্বিক রোশনও।

এর আগে “স্পাই ইউনিভার্স”-এর সিনেমা “ওয়ার’-এ কবিরের ভূমিকায় অভিনয় করেছেন হৃত্বিক। শোনা যাচ্ছে, “টাইগার ৩” সিনেমায় পাঠান, টাইগার ও কবিরকে এক সুতোয় বাঁধতে যাচ্ছেন আদিত্য চোপড়া।

এদিকে ভারতীয় বিনোদন ও জীবনধারা বিষয়ক ওয়েবসাইট “পিঙ্কভিলা” জানিয়েছে, মনীষ শর্মা পরিচালিত “টাইগার” ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির অংশ হবেন হৃত্বিক। তবে তাকে কোন ভূমিকায় দেখা যাবে, তা এখনো জানায়নি প্রযোজনা সংস্থা।

ভ্যারাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, স্পাই ইউনিভার্সকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান আদিত্য চোপড়া। তাই এই ইউনিভার্সের প্রতিটি কিস্তিতেই থাকবে নানা চমক।

আপাতত জনা গেছে, ভারতের তিন সুপারস্টার- সালমান, শাহরুখ ও হৃত্বিককে একই সিনেমায় দেখতে যাচ্ছেন ভ্ক্তরা। তবে তাদের একই ফ্রেমে দেখা যাবে কি-না, সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এছাড়াও সিনেমায় এই তিন সুপারস্টারের কার কী উপস্থাপনা থাকবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি “টাইগার”। এর আগে “এক থা টাইগার” এবং “টাইগার জিন্দা হ্যায়” সিনেমার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন সালমান। প্রযোজনা সংস্থা হিসেবে লাভের মুখ দেখেছে যশরাজ ফিল্মসও।

চলতি বছর ব্লকবাস্টার সিনেমার মাধ্যমেই শুরু করেছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স। বিশ্বজুড়ে বক্স অফিসে প্রায় ১,১০০ কোটি রুপির ব্যবসা করেছে যশরাজের “পাঠান”। শাহরুখ খান অভিনীত “পাঠান”-এর পর এবার “টাইগার ৩”-কে নিয়েও আশাবাদী ওয়াইআরএফ।

এদিকে, মাসখানেক আগে খবর পাওয়া গিয়েছিল, “টাইগার ৩”-তে “আরআরআর” খ্যাত দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরকেও দেখা যেতে পারে। “ওয়ার-২” সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করার কথা ছিল তার। তবে এখন শোনা যাচ্ছে, জুনিয়র এনটিআরকে দেখতে অনুরাগীদের ততটা অপেক্ষা করতে হবে না। “টাইগার ৩” সিনেমাতেই নাকি সালমানের সঙ্গে দেখা যেতে পারে জুনিয়র এনটিআরকে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত