তিশা: গানের কথাগুলো ইলহামের জন্য লেখা আমার চিঠি

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
তিশা: গানের কথাগুলো ইলহামের জন্য লেখা আমার চিঠি
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং টার একমাত্র কন্যা ইলহাম নুসরাত ফারুকী/সংগৃহীত

“আমি জানি না আমার অনুভূতি গুছাইয়া লিখতে পারব কি-না। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। প্রফেশনাল এই মিউজিক ভিডিওর কাজে আমাদের ইলহামের প্রথম অ্যাপিয়েরেন্স।” (আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়েরেন্স এই মিউজিক ভিডিওতে।)- সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গান শেয়ার করে কথাগুলো লিখেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। যে গানের নাম “জোছনার ফুল”।

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার কন্যা ইলহাম নুসরাত ফারুকীকে এই গানের মাধ্যমে প্রথমবারের মতো কোনো অফিসিয়াল মিউজিক ভিডিওতে দেখা গেছে। চরকির অফিসিয়াল পেজে গানটি মুক্তি পেয়েছে ৮ নভেম্বর রাতে।

গানটি নিয়ে তিশার মন্তব্য জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, “এই গানের প্রতিটা লাইনই আমার অনুভূতির কথা বলেছে। এটা নিয়ে আলাদা করে বর্ণনা দেওয়ার বা বলার কিছু নেই। এই গানের কথাগুলো একটা চিঠি। জোছনার ফুল গানটি ইলহামের জন্য লেখা আমার চিঠি। বৃহৎ অর্থে এটা সব কন্যাদের জন্যই তার মায়ের চিঠি।”

চরকিতে “মিনিস্ট্রি অব লাভ” প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজে নির্মাণ করেছেন দুটি সিনেমা “অটোবায়োগ্রাফি” ও “মনোগামী”।

এরই মধ্যে “অটোবায়োগ্রাফি”-এর ফার্স্ট লুক, টিজার মুক্তি পেয়েছে। প্রদর্শিত হয়েছে বুসান ও মুম্বাইয়ের ফিল্ম ফেস্টিভ্যালে। প্রশংসিত হয়েছে সেখানে। “জোছনার ফুল” গানটি গেয়েছেন ও লিখেছেন শারমিন সুলতানা সুমি। গানের সুর করেছে শারমিন সুলতানা সুমি ও পাভেল আরিন এবং সংগীতায়োজনে ছিলেন পাভেল আরিন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তিশা: গানের কথাগুলো ইলহামের জন্য লেখা আমার চিঠি

তিশা: গানের কথাগুলো ইলহামের জন্য লেখা আমার চিঠি
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং টার একমাত্র কন্যা ইলহাম নুসরাত ফারুকী/সংগৃহীত

“আমি জানি না আমার অনুভূতি গুছাইয়া লিখতে পারব কি-না। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। প্রফেশনাল এই মিউজিক ভিডিওর কাজে আমাদের ইলহামের প্রথম অ্যাপিয়েরেন্স।” (আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়েরেন্স এই মিউজিক ভিডিওতে।)- সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গান শেয়ার করে কথাগুলো লিখেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। যে গানের নাম “জোছনার ফুল”।

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার কন্যা ইলহাম নুসরাত ফারুকীকে এই গানের মাধ্যমে প্রথমবারের মতো কোনো অফিসিয়াল মিউজিক ভিডিওতে দেখা গেছে। চরকির অফিসিয়াল পেজে গানটি মুক্তি পেয়েছে ৮ নভেম্বর রাতে।

গানটি নিয়ে তিশার মন্তব্য জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, “এই গানের প্রতিটা লাইনই আমার অনুভূতির কথা বলেছে। এটা নিয়ে আলাদা করে বর্ণনা দেওয়ার বা বলার কিছু নেই। এই গানের কথাগুলো একটা চিঠি। জোছনার ফুল গানটি ইলহামের জন্য লেখা আমার চিঠি। বৃহৎ অর্থে এটা সব কন্যাদের জন্যই তার মায়ের চিঠি।”

চরকিতে “মিনিস্ট্রি অব লাভ” প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজে নির্মাণ করেছেন দুটি সিনেমা “অটোবায়োগ্রাফি” ও “মনোগামী”।

এরই মধ্যে “অটোবায়োগ্রাফি”-এর ফার্স্ট লুক, টিজার মুক্তি পেয়েছে। প্রদর্শিত হয়েছে বুসান ও মুম্বাইয়ের ফিল্ম ফেস্টিভ্যালে। প্রশংসিত হয়েছে সেখানে। “জোছনার ফুল” গানটি গেয়েছেন ও লিখেছেন শারমিন সুলতানা সুমি। গানের সুর করেছে শারমিন সুলতানা সুমি ও পাভেল আরিন এবং সংগীতায়োজনে ছিলেন পাভেল আরিন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত