ভিনিসিয়াস জুনিয়র ও এদুয়ার্দো কামাভিঙ্গা লা লিগার শীতকালীন বিরতি শেষে জানুয়ারিতেই অনুশীলনে ফিরতে পারবেন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ফরোয়ার্ড ভিনিসিয়াস নভেম্বর থেকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন। অন্যদিকে মিডফিল্ডার কামাভিঙ্গা ডান হাঁটুতে লিগামেন্টের ইনজুরিতে শেষ তিনটি লিগ ম্যাচে খেলতে পারেননি।
শনিবার (৯ ডিসেম্বর) আনচেলত্তি রিয়াল বেতিসের সঙ্গে ম্যাচের আগে কোচ আনচেলত্তি বলেছেন, “ভিনিসিয়াস ও কামাভিঙ্গাকে এই মাসটা অপেক্ষা করতে হবে। আমি মনে করি, তারা বিরতি শেষে আমাদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন।”
কাঁধের চোট পাওয়া মিডফিল্ডার জুড বেলিংহামের ইনজুরির আপডেটও দিয়েছেন আনচেলত্তি। এ প্রসঙ্গে তিনি বলেন, “তার কাঁধের যত্ন নিতে হবে। এ জন্য নির্দিষ্ট চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে। তবে সমস্যাটি খুব একটা বড় নয়। আস্তে আস্তে তার চোট ঠিক হয়ে যাবে বলে আশা করছি। খারাপ কিছু না হলে তার অস্ত্রোপচারের প্রয়োজন নেই।”