কোনো সুযোগ-সুবিধার আশায় কর্মীরা আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ক্ষমতা পেয়ে সুযোগ পেয়ে গাড়ির মালিক হয়ে আমরা অনেকে গাড়ি দৌড়াই। কর্মীরা কী পায়? কর্মীরা তো কিছুই পায় না। তবুও তারা দল করে। স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী, জাতির পিতা বঙ্গবন্ধুর দল করে তারা গর্ব করে। দল ক্ষমতায় বলে অহংকার করে। সালিশ দরবারে গেলে খায়-খাতির করে, চা এগিয়ে দেয়। এতেই তাদের অহংকার-সান্ত্বনা। এর চেয়ে কোনো সুযোগ-সুবিধা তারা চায় না। এরা দলের মূলশক্তি।
মধুপুরে শনিবার বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অনুষ্ঠিত কর্মিসভায় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে পঞ্চমবারের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আব্দুর রাজ্জাক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মধুপুর অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মিসভায় মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের অভাবনীয় উন্নয়ন পাকিস্তানি দোসরদের সহ্য হচ্ছে না। তাই দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে অপপ্রচারে তারা লিপ্ত। নির্বাচন বর্জনের আহ্বানে তারা লিফলেট বিতরণ করছে।
তাদের এমন ভূমিকার বিরুদ্ধে মন্ত্রী সমুচিত জবাব দিতে কর্মীসহ দেশবাসীর কাছে আহ্বান করেছেন।
মন্ত্রী বলেন, যত ষড়যন্ত্রই হোক সব ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটার উপস্থিতি দেখিয়ে প্রমাণ করা হবে আওয়ামী লীগ কত শক্তিশালী দল। এ মধুপুরের আসন শেখ হাসিনার, এ মধুপুর আওয়ামী লীগের মধুপুর, এ মধুপুর বঙ্গবন্ধুর মধুপুর।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার সঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভোটারদের মধ্যে তুলে ধরতে নির্দেশ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিকের সঞ্চালনায় কর্মিসভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাবেক মেয়র মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরহাদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কৃষিবিদ কামরুজ্জামান জুয়েল, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবি নিগার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সজীব বক্তব্য রাখেন।