সিইসির সঙ্গে আইআরআই ও এনডিআই প্রতিনিধি দলের বৈঠক

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
সিইসির সঙ্গে আইআরআই ও এনডিআই প্রতিনিধি দলের বৈঠক
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সোমবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধি দল। বৈঠকের বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি। ইসি জানিয়েছে, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া কিছু আলোচনা হয়েছে, যা গোপনীয়।

ওই বৈঠকের বিষয়ে কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, এনডিআই ও আইআরইয়ের ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের যে মিটিং হয়েছে তা কনফিডেনশিয়াল। তারা মিডিয়াকে কিছু বিষয় ডিসক্লজ (প্রকাশ) না করতে অনুরোধ করেছেন।

তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। নিরাপত্তা পরিকল্পনা, নির্বাচনি সামগ্রী কীভাবে পৌঁছাচ্ছে, আচরণবিধি প্রতিপালন এবং সংখ্যালঘু নিরাপত্তা বিষয়ে আলোচনা করেছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিইসির সঙ্গে আইআরআই ও এনডিআই প্রতিনিধি দলের বৈঠক

সিইসির সঙ্গে আইআরআই ও এনডিআই প্রতিনিধি দলের বৈঠক
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সোমবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধি দল। বৈঠকের বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি। ইসি জানিয়েছে, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া কিছু আলোচনা হয়েছে, যা গোপনীয়।

ওই বৈঠকের বিষয়ে কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, এনডিআই ও আইআরইয়ের ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের যে মিটিং হয়েছে তা কনফিডেনশিয়াল। তারা মিডিয়াকে কিছু বিষয় ডিসক্লজ (প্রকাশ) না করতে অনুরোধ করেছেন।

তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। নিরাপত্তা পরিকল্পনা, নির্বাচনি সামগ্রী কীভাবে পৌঁছাচ্ছে, আচরণবিধি প্রতিপালন এবং সংখ্যালঘু নিরাপত্তা বিষয়ে আলোচনা করেছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত