নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের হয়ে ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তার অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয়, “বিভিন্ন অনিয়মের কারণে হিরো আলম এই নির্বাচন বর্জন করলেন।”
হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ নির্বাচন বর্জনের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
হিরো আলম বলেন, “আজকে সারা দিন বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছি। প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটের কারচুপি হয়েছে। তাই আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।”
বগুড়া-৪ আসনে নৌকার প্রার্থীসহ ৬ জন ভোটের মাঠে লড়ছেন। এই আসনের ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৫১৪ জন। মোট কেন্দ্র ১১৪ টি।
আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত।
এবার বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। তারপরও ২৮টি রাজনৈতিক দলের ১,৫৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে ছিলেন ৪৩৬ জন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।