কুমিল্লা সিটি উপনির্বাচন: ৪ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
কুমিল্লা সিটি উপনির্বাচন: ৪ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ
ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন চার জন। চার প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এ তথ্য জানান।

এর আগে তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে করেন তিনি।

বৈধ প্রার্থীরা হলেন- ডা. তাহসীন বাহার সূচনা, নূর-উর রহমান মাহমুদ তানিম, মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার।

কুমিল্লা সিটির মেয়র পদের এই উপনির্বাচনে এবার কোনো রাজনৈতিক দল সরাসরি অংশ নিচ্ছে না। নির্বাচনে অংশ না নেওয়ার দলীয় সিদ্ধান্তের কারণে মেয়র পদের উপ-নির্বাচনেও কাউকে দলীয় মনোনয়ন দেয়নি বিএনপি। আওয়ামী লীগও দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেয়নি।

প্রায় দশ লাখ বাসিন্দার এই মহানগরীতে ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০। যাদের মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ১ লাখ ১২ হাজার ৮২৬, আর হিজড়া ভোটার ২ জন।

মোট ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এই সিটি করপোরেশনে গেল নির্বাচনে ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করেছিল নির্বাচন কমিশন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুমিল্লা সিটি উপনির্বাচন: ৪ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ

কুমিল্লা সিটি উপনির্বাচন: ৪ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ
ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন চার জন। চার প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এ তথ্য জানান।

এর আগে তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে করেন তিনি।

বৈধ প্রার্থীরা হলেন- ডা. তাহসীন বাহার সূচনা, নূর-উর রহমান মাহমুদ তানিম, মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার।

কুমিল্লা সিটির মেয়র পদের এই উপনির্বাচনে এবার কোনো রাজনৈতিক দল সরাসরি অংশ নিচ্ছে না। নির্বাচনে অংশ না নেওয়ার দলীয় সিদ্ধান্তের কারণে মেয়র পদের উপ-নির্বাচনেও কাউকে দলীয় মনোনয়ন দেয়নি বিএনপি। আওয়ামী লীগও দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেয়নি।

প্রায় দশ লাখ বাসিন্দার এই মহানগরীতে ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০। যাদের মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ১ লাখ ১২ হাজার ৮২৬, আর হিজড়া ভোটার ২ জন।

মোট ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এই সিটি করপোরেশনে গেল নির্বাচনে ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করেছিল নির্বাচন কমিশন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত