সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠেছে শিল্পকলার মুক্তমঞ্চ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠেছে শিল্পকলার মুক্তমঞ্চ
ছবি: সংগৃহীত

রাত পোহালেই অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ৬ষ্ঠ দিনে বিকালের আয়োজনে পরিবেশিত হয়েছে দেশপ্রেমনির্ভর গান, নৃত্য, নাটক ও আবৃত্তি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে চলা ‘একুশের সাংস্কৃতিক উৎসব ২০২৪’ চলবে বুধবার পর্যন্ত।

অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘আমি জন্মেছি বাংলায়’। পরিবেশন করে নাইম খান ডান্স কোম্পানি। নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক আবু নাইম। একক সংগীত ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ ও ‘বাংলাদেশের ছবি এঁকে দিও মাগো আমার দুটি চোখে’ পরিবেশন করেন সুস্মিতা শিবলী।

একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়। শিখর কালচারাল অর্গানাইজেশনের নৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য ‘আমি বাংলায় গান গাই’, নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক সোহেল রহমান।

একক সংগীত ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘এক নদী রক্ত পেরিয়ে’ পরিবেশন করেন শেখ জসীম। এরপর নৃত্যাঙ্গন নৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য ‘দেশের কথা’। নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক আতিকুর রহমান উজ্জ্বল।

একক সংগীত ‘আমি একুশ জেনেছি বায়ান্ন শুনেছি আমার মায়ের মুখে’ ও ‘একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়’ পরিবেশন করেন সুজানা হোসেন রূপা।

কাজী নজরুলের কালজয়ী গানের সাথে সমবেত নৃত্য ‘কারার ঐ লৌহ কপাট’ পরিবেশন করে নাইম খান ডান্স কোম্পানি । পরিচালনা করেন নৃত্য পরিচালক আবু নাইম।

একক সংগীত ‘রক্তে আমার আবার প্রলয় দোলা’ ও ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে’ পরিবেশন করেন মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ বিপ্লব ও তামান্না তিথি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠেছে শিল্পকলার মুক্তমঞ্চ

সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠেছে শিল্পকলার মুক্তমঞ্চ
ছবি: সংগৃহীত

রাত পোহালেই অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ৬ষ্ঠ দিনে বিকালের আয়োজনে পরিবেশিত হয়েছে দেশপ্রেমনির্ভর গান, নৃত্য, নাটক ও আবৃত্তি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে চলা ‘একুশের সাংস্কৃতিক উৎসব ২০২৪’ চলবে বুধবার পর্যন্ত।

অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘আমি জন্মেছি বাংলায়’। পরিবেশন করে নাইম খান ডান্স কোম্পানি। নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক আবু নাইম। একক সংগীত ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ ও ‘বাংলাদেশের ছবি এঁকে দিও মাগো আমার দুটি চোখে’ পরিবেশন করেন সুস্মিতা শিবলী।

একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়। শিখর কালচারাল অর্গানাইজেশনের নৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য ‘আমি বাংলায় গান গাই’, নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক সোহেল রহমান।

একক সংগীত ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘এক নদী রক্ত পেরিয়ে’ পরিবেশন করেন শেখ জসীম। এরপর নৃত্যাঙ্গন নৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য ‘দেশের কথা’। নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক আতিকুর রহমান উজ্জ্বল।

একক সংগীত ‘আমি একুশ জেনেছি বায়ান্ন শুনেছি আমার মায়ের মুখে’ ও ‘একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়’ পরিবেশন করেন সুজানা হোসেন রূপা।

কাজী নজরুলের কালজয়ী গানের সাথে সমবেত নৃত্য ‘কারার ঐ লৌহ কপাট’ পরিবেশন করে নাইম খান ডান্স কোম্পানি । পরিচালনা করেন নৃত্য পরিচালক আবু নাইম।

একক সংগীত ‘রক্তে আমার আবার প্রলয় দোলা’ ও ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে’ পরিবেশন করেন মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ বিপ্লব ও তামান্না তিথি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত