কোম্পানি কন্সাল্টেন্সিতে নজীর স্থাপন করেছে হক কনসালটেন্সি লিমিটেড। দেশের গন্ডি পেরিয়ে কাজ করছে বিদেশী বেশ কিছু কোম্পানির সঙ্গে। বিগত ১২ বছরে দেশে কর্মসংস্থান তৈরিতে সাহায়তা করেছে শত শত মানুষের। বেকারত্ত দুরিকরনের রেখেছে ব্যাপক ভূমিকা। সহস্রাধিক তরুন ও যবুকদের অনুপ্রানিত করে কোম্পানি নিবন্ধন করতে সহায়তা করেছে হক কনসালটেন্সি লিমিটেড।
কাজ করেছে কোম্পানিগুলোর সার্বিক উন্নয়নে, বিশাল ইতিবাচক পরিবর্তন এনেছে অসংখ্য তরুন ও যুবকের মধ্যে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও লীড কনসাল্টেন্ট নাজমুল হক বলেন অফুরন্ত কাজের সুযোগ রয়েছে দেশে। ব্যবসা বাণিজ্যের রয়েছে অপার সম্ভাবনা, প্রয়োজন শুধু উদ্যোগ গ্রহনের, তবে সরকারী ও বেসরকারী ব্যাংকগুল তথা লোণ ও অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলকে এগিয়ে আসতে হবে উদ্যোগতাদের পাশে। তবেই দেশে বেকারত্ত দুরিকরন সম্ভব তৈরি হবে অপার সম্ভাবনা।
বর্তমানে মালায়শিয়াতে অবস্থান করছেন নাজমুল হক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন বিষয়ে উচ্চতর ডিগ্রি পিএইচডি এর জন্য পড়াশোনা করছেন, UNIVERSITY MALAYSIA TERENGGANU তে ফ্যাকাল্টি অফ বিজনেস, ইকোনমিকস এন্ড সোশ্যাল ডেভলপমেন্ট এর অধীনে তিনি গবেষণা রত আছেন।
আজীবন কাজ করে যেতে চান বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন বিষয়ে, এই বিষয়ে সরকারি সহায়তা প্রত্যাশা করেছেন নাজমুল হক, যে কোন উদ্দ্যগতা যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ: oboshor@gmail.com