বিশ্ববাসীকে পাশে চায় ফিলিস্তিন

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
বিশ্ববাসীকে পাশে চায় ফিলিস্তিন
ছবি: সংগৃহীত

সারাবিশ্বের সাধারণ মানুষকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি সারাবিশ্বের সাধারণ মানুষ ফিলিস্তিনি জনগণের সমর্থনে পাশে থাকবে। আমাদেরকে সমর্থন জানাতে মুসলিম হওয়া বাধ্যতামূলক নয়, শুধু মানুষ হলেই চলবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এ কূটনীতিক।

তিনি বলেন, গত ছয় মাস ধরেই খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে গাজার মানুষজন। বিশেষ করে রমজানের এই সময় তারা খুব কঠিন সময় পার করছেন। সেখানে প্রচুর মানবিক সহায়তার প্রয়োজন।

রামাদান বলেন, আমাদের শত্রুরা অনেক বেশি শক্তিশালী। আমাদের শক্তি সারাবিশ্বের মুসলিম জনগোষ্ঠী। এই খারাপ সময়ে সবাইকে আমাদের পাশে প্রয়োজন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে রামাদান বলেন, ফিলিস্তিনের এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ানো দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। আমি তাকে (পররাষ্ট্রমন্ত্রী) গাজার বর্তমান অবস্থা অবহিত করেছি। দ্বিপাক্ষিক অনেক বিষয়েই আলোচনা হয়েছে, বিশেষ করে মানবিক সহায়তার বিষয়ে কথা বলেছি। আমরা বাংলাদেশ থেকে কিছু সহযোগিতা চেয়েছি এবং পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে কিছু বিষয় গ্রহণ করেছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিশ্ববাসীকে পাশে চায় ফিলিস্তিন

বিশ্ববাসীকে পাশে চায় ফিলিস্তিন
ছবি: সংগৃহীত

সারাবিশ্বের সাধারণ মানুষকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি সারাবিশ্বের সাধারণ মানুষ ফিলিস্তিনি জনগণের সমর্থনে পাশে থাকবে। আমাদেরকে সমর্থন জানাতে মুসলিম হওয়া বাধ্যতামূলক নয়, শুধু মানুষ হলেই চলবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এ কূটনীতিক।

তিনি বলেন, গত ছয় মাস ধরেই খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে গাজার মানুষজন। বিশেষ করে রমজানের এই সময় তারা খুব কঠিন সময় পার করছেন। সেখানে প্রচুর মানবিক সহায়তার প্রয়োজন।

রামাদান বলেন, আমাদের শত্রুরা অনেক বেশি শক্তিশালী। আমাদের শক্তি সারাবিশ্বের মুসলিম জনগোষ্ঠী। এই খারাপ সময়ে সবাইকে আমাদের পাশে প্রয়োজন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে রামাদান বলেন, ফিলিস্তিনের এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ানো দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। আমি তাকে (পররাষ্ট্রমন্ত্রী) গাজার বর্তমান অবস্থা অবহিত করেছি। দ্বিপাক্ষিক অনেক বিষয়েই আলোচনা হয়েছে, বিশেষ করে মানবিক সহায়তার বিষয়ে কথা বলেছি। আমরা বাংলাদেশ থেকে কিছু সহযোগিতা চেয়েছি এবং পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে কিছু বিষয় গ্রহণ করেছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত