রীতিমতো চার-ছক্কার তুফান বইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দ্রাবাদ।
বুধবার (২৭ মার্চ) রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছে প্যাট কামিন্স বাহিনী।
এদিন আইপিএলের ইতিহাসে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ রানের রেকর্ডটিও নিজেদের করে নেয় হায়দ্রাবাদ। হার্দিক পান্ডিয়াদের তুলোধুনো করে প্রথম ১০ ওভারে ১৪৮ রান তোলেন হেড-অভিষেকরা। রেকর্ডটি এতদিন ছিল মুম্বাইয়ের দখলে। ২০২১ সালে সানরাইজার্সের বিপক্ষে ১০ ওভারে ১৩১ রান তুলেছিল মুম্বাই। তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় অবস্থানে আছে পাঞ্জাব কিংস। ২০১৪ সালে হায়দ্রাবাদের বিপক্ষেই ১৩১ রান নিয়েছিল তারা।
এদিকে পুরো ইনিংসের হিসেবে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের আগে সর্বোচ্চ রান ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ২০১৩ সালে পুনে ওয়ারির্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান তুলেছিল ব্যাঙ্গালোর। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ২০২৩ সালে পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটে ২৫৭ রান তুলেছিল লোকেশ রাহুলের দল। পরের অবস্থানটিও ব্যাঙ্গালোরের। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে ৩ উইকেটে ২৪৮ রান তুলেছিলেন বিরাট কোহলিরা।
সানরাইজার্স হায়দ্রাবাদ ২৭৭ রানের পাহাড় তুলেছে বটে, কিন্তু এদিন তাদের কোনো ব্যাটার সেঞ্চুরি করতে পারেননি। ৩৪ বলে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন হেনরিক ক্লাসেন। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ছিলেন হায়দ্রাবাদের ব্যাটাররা। ২৫ বলেই ৪৫ রানের জুটি গড়েন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং ট্রাভিস হেড। ১৩ বলে ১১ রান করে আউট হন আগরওয়াল। মূলত এরপরই তাণ্ডব শুরু হয় মুম্বাই ইন্ডিয়ান্স বোলারদের ওপর।
২৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন ট্রাভিস হেড। ১৮ বলে সানরাইজার্স হায়দ্রাবাদের দ্রুততম অর্ধশতক করেও টিকিয়ে রাখতে পারেননি। তিনে নামা অভিষেক শর্মা ১৬ বলে অর্ধশত রান তুলে হেডের রেকর্ডটি নিজের করে নেন। ২৩ বলে ২৭৩ স্ট্রাইক রেটে ৬৩ রান করেন অভিষেক। ২৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন এইডেন মার্করাম।
এদিকে, আইপিএল অভিষেকের দিন মুম্বাইয়ের ১৭ বছর বয়সী বোলার কেওয়েনা মাফাকা চার ওভারে বিনা উইকেটে ৬৬ রান দেন।
ম্যাচটি শেষ পর্যন্ত ৩১ রানে জিতে নিয়েছে হায়দ্রাবাদ। নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে সক্ষম হয় মুম্বাই।