ফের টাইগারদের দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহ

ফের টাইগারদের দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহ
ছবি: সংগৃহীত

একটা সময়ে জাতীয় দলের প্রধান কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এই শ্রীলংকানের অধীনে ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত স্মরণীয় কিছু সাফল্য পায় বাংলাদেশ। এরপর মাতৃভূমি শ্রীলংকার প্রধান কোচের প্রস্তাব পেয়ে বাংলাদেশের চাকরি ছেড়ে দেন হাথুরুসিংহে। শ্রীলংকার কোচের চাকরি ছেড়ে দিয়ে হাথুরু ফের চলে যান অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোচিংয়ে।

নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবেই দায়িত্ব পালন করছিলেন; কিন্তু বাংলাদেশের প্রস্তাব পেয়ে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ার চাকরি ছেড়ে দিয়ে ফের টাইগারদের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহে।

বিশ্বের বিভিন্ন দেশের নামকরা হাই প্রোফাইল কোচ থাকতে কেন হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় নেওয়া হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার ধানমন্ডিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, অন্যান্য কোচরা দিন বেইস চুক্তি করতে চায়। কেউই ১২০ থেকে ১৫০ দিনের বেশি দিনের চুক্তি করতে চায় না। হাথুরুসিংহের এমন কোনো শর্ত নেই।

বিসিবি সভাপতি আরও বলেন, হাথুরুসিংহে আগে যখন আমাদের এখানে ছিল তখন ছুটি ছাড়া আমাদের হয়েই কাজ করেছে। অন্যকোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেনি। আবার যখন নিউ সাউথ ওয়েলসের কোচ ছিল, সেখানেই কাজ করেছে। তাই আমরা দেখেছি দিন বেইস চুক্তিতে কোচ নিয়োগ দিলে খেলার সময় কোচকে নাও পাওয়া যেতে পারে। এসব দিক বিবেচনা করেই আমরা হাথুরুসিংহেকে নিয়োগ দিয়েছি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফের টাইগারদের দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহ

ফের টাইগারদের দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহ
ছবি: সংগৃহীত

একটা সময়ে জাতীয় দলের প্রধান কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এই শ্রীলংকানের অধীনে ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত স্মরণীয় কিছু সাফল্য পায় বাংলাদেশ। এরপর মাতৃভূমি শ্রীলংকার প্রধান কোচের প্রস্তাব পেয়ে বাংলাদেশের চাকরি ছেড়ে দেন হাথুরুসিংহে। শ্রীলংকার কোচের চাকরি ছেড়ে দিয়ে হাথুরু ফের চলে যান অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোচিংয়ে।

নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবেই দায়িত্ব পালন করছিলেন; কিন্তু বাংলাদেশের প্রস্তাব পেয়ে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ার চাকরি ছেড়ে দিয়ে ফের টাইগারদের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহে।

বিশ্বের বিভিন্ন দেশের নামকরা হাই প্রোফাইল কোচ থাকতে কেন হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় নেওয়া হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার ধানমন্ডিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, অন্যান্য কোচরা দিন বেইস চুক্তি করতে চায়। কেউই ১২০ থেকে ১৫০ দিনের বেশি দিনের চুক্তি করতে চায় না। হাথুরুসিংহের এমন কোনো শর্ত নেই।

বিসিবি সভাপতি আরও বলেন, হাথুরুসিংহে আগে যখন আমাদের এখানে ছিল তখন ছুটি ছাড়া আমাদের হয়েই কাজ করেছে। অন্যকোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেনি। আবার যখন নিউ সাউথ ওয়েলসের কোচ ছিল, সেখানেই কাজ করেছে। তাই আমরা দেখেছি দিন বেইস চুক্তিতে কোচ নিয়োগ দিলে খেলার সময় কোচকে নাও পাওয়া যেতে পারে। এসব দিক বিবেচনা করেই আমরা হাথুরুসিংহেকে নিয়োগ দিয়েছি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত