ঈদযাত্রায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ঈদযাত্রায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত

বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।

শনিবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের অরুরিলা উচ্চ বিদ্যালয়ের সামনে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শ্রমিক নেতারা ভাড়া করা একটি গাড়ি নিয়ে নওগাঁ যাচ্ছিলেন এবং বিপরীত দিক থেকে একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় অরুরিলা পৌঁছালে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেট কারটি কেটে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, নিহতরা তিন জন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। তারা হলেন, ওই সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম (৫৫), আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলমগীর হোসেন (৪২)।

নিহতদের মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঈদযাত্রায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

ঈদযাত্রায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত

বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।

শনিবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের অরুরিলা উচ্চ বিদ্যালয়ের সামনে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শ্রমিক নেতারা ভাড়া করা একটি গাড়ি নিয়ে নওগাঁ যাচ্ছিলেন এবং বিপরীত দিক থেকে একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় অরুরিলা পৌঁছালে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেট কারটি কেটে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, নিহতরা তিন জন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। তারা হলেন, ওই সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম (৫৫), আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলমগীর হোসেন (৪২)।

নিহতদের মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত