শাকিব খানের প্রযোজনায় “মায়া” ছবিতে কাজ করার কথা ছিল পূজা চেরির। তবে ছবিটিতে অভিনয় করছেন ইধিকা পাল। এ প্রসঙ্গে পূজা চেরী বলেছেন, “আমরা আসলে গল্পটা দেখে অভিনয় করি। মায়ার গল্পও ভালো। তবে ব্যাটে-বলে মেলেনি। সামনে হয়তো হবে।”
সম্প্রতি বেসরকারি মাছরাঙা টেলিভিশনের একটি অনুষ্ঠানে অভিনয়সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন পূজা চেরী।
সেখানে “লিপস্টিক” ছবিতে জায়েদ খানের অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, “তার সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে। তিনি খুবই ভালো মানুষ। ভালো…। এবার হলে গিয়ে সিনেমা দেখা হয়নি। ব্যস্ত আছি।
তিনি বলেন, “লিপস্টিক ছবির জন্য হলে হলে দৌড়াচ্ছি। সামনের ঈদে মুক্তির অপেক্ষায় আছে ‘মাসুদ রানা’। ওটা নিয়ে ব্যস্ত আছি।”
উৎসবগুলোতে সিনেমা মুক্তিতে কেমন প্রতিক্রিয়া পান, এমন প্রশ্নের জবাবে পূজা বলেন, “আসলে ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন উৎসব-পার্বণে মুক্তি পাওয়া সিনেমাগুলোতে খুব ভালো ফিডব্যাক আমি পেয়ে আসছি। যদি আমি ‘নূরজাহান’ থেকে শুরু করি তাহলে বলব, শুরু থেকে দর্শকদের মনে খুব সুন্দর জায়গা করতে পেরেছি।”
তিনি বলেন, “আমি আসলে প্রথম দিকে ভয়ে ছিলাম। ভয় বলতে, ‘পোড়ামন-২’ থেকে এসেছে ভয়টা। কারণ, ‘নূরজাহান’ ওই সময় বুঝিনি। কারণ, ভেবেছিলাম ছোট ছিলাম, সিনেমা রিলিজ হচ্ছে, ঠিক আছে। নায়িকা হিসেবে যে অভিষেক, ওটা আসলে আমার মাথায় কাজ করছিল না। এখন পর্যন্ত আসলে সবার খুব প্রশংসা পাচ্ছি। দিন যত যাচ্ছে, অভিনয় দক্ষতাটা আরও বাড়ানোর চেষ্টা করছি।