এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রত্যাশিত ফল না এলে তারা আবার যাচাইয়ের আবেদন করতে পাবেন। আগামী বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে এইচএসসির ফলাফল পুনঃ নিরীক্ষণ আবেদন শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বিভিন্ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
টেলিটকের প্রি-পেইড নম্বর থেকে উত্তরপত্র পুনঃ নিরীক্ষণের আবেদন করা যাবে। মোবাইল ফোনের Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে RAJ লিখে <Space> দিয়ে রোল নম্বর লিখে আবার <Space> দিয়ে Subject Code লিখে SMS করুন 16222 নম্বরে।
এ ক্ষেত্রে প্রতি পত্রের জন্য এক শ পঞ্চাশ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি SMS-এ PIN Number দেওয়া হবে। তারপর Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN Number <Space> দিয়ে যোগাযোগের মোবাইল নম্বর লিখে SMS করুন 16222 নম্বরে।
যেমন- বাংলার জন্য 101 102 অর্থাৎ বাংলা ও ইংরেজির জন্য 101 102 107, 108। একই SMS- এর মাধ্যমে একাধিক পত্রের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।