ভোটের আগের দিন সরিষাবাড়ী উপজেলার ভোট স্থগিত

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ভোটের আগের দিন সরিষাবাড়ী উপজেলার ভোট স্থগিত
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভোটের আগের দিন মঙ্গলবার বিকালে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এ উপজেলার ভোট হওয়ার কথা ছিল।

সরিষবাড়ীর চেয়ারম্যান, সাধারণ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত সংক্রান্ত ইসির নির্দেশনা মঙ্গলবার বিকালে ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বিভাগ ৬ মে তার প্রার্থিতা বহালের আদেশ প্রদান করেন।

মঙ্গলবার হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলে আদালত আদেশে ‘No Order’ দেন।

“এ অবস্থায় বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপিল বিভাগের এ আদেশ বাস্তবায়নের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুধবার অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন”।

শেষ সময়ে আরও একটি উপজেলার ভোট স্থগিত হওয়ায় বুধবার দেশের ১৩৯টি উপজেলায় ভোট হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভোটের আগের দিন সরিষাবাড়ী উপজেলার ভোট স্থগিত

ভোটের আগের দিন সরিষাবাড়ী উপজেলার ভোট স্থগিত
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভোটের আগের দিন মঙ্গলবার বিকালে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এ উপজেলার ভোট হওয়ার কথা ছিল।

সরিষবাড়ীর চেয়ারম্যান, সাধারণ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত সংক্রান্ত ইসির নির্দেশনা মঙ্গলবার বিকালে ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বিভাগ ৬ মে তার প্রার্থিতা বহালের আদেশ প্রদান করেন।

মঙ্গলবার হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলে আদালত আদেশে ‘No Order’ দেন।

“এ অবস্থায় বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপিল বিভাগের এ আদেশ বাস্তবায়নের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুধবার অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন”।

শেষ সময়ে আরও একটি উপজেলার ভোট স্থগিত হওয়ায় বুধবার দেশের ১৩৯টি উপজেলায় ভোট হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত