আসন্ন ২১ মে দ্বিতীয় পর্যায়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজস্থলী উপজেলা পরিষদে শুধুমাত্র চেয়ারম্যান পদে লড়াই করবেন দুই প্রার্থী।
গত ২ মে রাঙ্গামাটি জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের পরপরই চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হারাধন কর্মকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে গৌতমি খিয়াং। তাই এই বিষয়ে তেমন আলোচনা সমালোচনা নেই। তবে চেয়ারম্যান পদের প্রার্থীদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে নিয়মিত।
রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ইতোমধ্যে চেয়ারম্যান প্রার্থীদের নিজ নিজ ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে৷ চায়ের দোকান থেকে শুরু করে পাড়ায় পাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচন।
এসময় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, চেয়ারম্যান পদে উবাচ মারমা ও রিয়াজ উদ্দিন রানার মধ্যে দ্বিমুখী লড়াই হবে।
উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষের সাথে কথা বললে তারা সকলেই একজন সৎ, যোগ্য এবং জনগনের পাশে থাকবেন এমন প্রার্থীকে আমরা বেঁচে নিব।
রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে অংশ নেওয়া রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উবাচ মারমা তাঁর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সেই ছোট বেলা হতে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত। একবার গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি।বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দাযিত্ব পালন করছি । আমি ককখনো জনগণ হতে বিচ্ছিন্ন হই নাই। আমি জয়ী হই, তাহলে সরকারের চলমান উন্নয়নের ধারা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিব। একটি স্মার্ট, আধুনিক, মডেল উপজেলা হিসাবে রাজস্থলী উপজেলাকে গড়ে তুলবো।
দোয়াত কলম প্রতীক নিয়ে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদে লড়ছেন রুপান্তর বাংলার সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন রানা। তিনি বলেন, আমি উপজেলা গিয়ে সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। করোনা মহামারী সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে, নানা সামাজিক অনুষ্ঠানে সবসময় মানুষের পাশে থেকেছি। আশা করি জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। জয়ী হলে, রাজস্থলী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। পাশাপাশি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সরকারের উন্নয়নকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিব। প্রচার প্রচারনায় যেখানে যাচ্ছি যেখানে সকল শ্রেনীর মানুষের ভালোবাসা এবং প্রতিশ্রুতি পাচ্ছি। জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আমার বিশ্বাস। আমি নির্বাচিত হলে উন্নয়ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করবো।
অতিরিক্ত দায়িত্ব কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে রাজস্থলী উপজেলায় ১২ টি কেন্দ্রে ়ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। রাজস্থলীতে এবার সর্বমোট ২০ হাজার ৮ শত ৬৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।