থানচির থুইসাপাড়ায় আগুন, পুড়েছে সাত‌টি ঘর

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
থানচির থুইসাপাড়ায় আগুন, পুড়েছে সাত‌টি ঘর
ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের থুইসাপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন পাহাড়ি মানুষ।

শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়িদের বসত ঘরের রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। তিনি বলেন, “সকাল ১০টার দিকে রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জেনেছি। ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সাতটি বসতঘর পুড়ে গেলেও রক্ষা পেয়েছে কমপক্ষে ১৫‌টিরও বেশি বসত বাড়ি।”

তিনি আরও বলেন, “আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন পাহাড়ি মানুষ আহত হয়েছেন। তা‌দের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে দুপুরের খাবারও সরবরাহ করা হয়েছে।”

প্রসঙ্গত, তিন্দু ইউনিয়ন থেকে পায়ে হেঁটে থুইসাপাড়ায় পৌঁছাতে ৫ ঘণ্টা সময় লাগে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থানচির থুইসাপাড়ায় আগুন, পুড়েছে সাত‌টি ঘর

থানচির থুইসাপাড়ায় আগুন, পুড়েছে সাত‌টি ঘর
ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের থুইসাপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন পাহাড়ি মানুষ।

শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়িদের বসত ঘরের রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। তিনি বলেন, “সকাল ১০টার দিকে রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জেনেছি। ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সাতটি বসতঘর পুড়ে গেলেও রক্ষা পেয়েছে কমপক্ষে ১৫‌টিরও বেশি বসত বাড়ি।”

তিনি আরও বলেন, “আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন পাহাড়ি মানুষ আহত হয়েছেন। তা‌দের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে দুপুরের খাবারও সরবরাহ করা হয়েছে।”

প্রসঙ্গত, তিন্দু ইউনিয়ন থেকে পায়ে হেঁটে থুইসাপাড়ায় পৌঁছাতে ৫ ঘণ্টা সময় লাগে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত