বলিউডে এখন সিকুয়েলের প্রবণতা

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বলিউডে এখন সিকুয়েলের প্রবণতা
ছবি: সংগৃহীত

বলিউডে কোনো ছবি ব্যবসায়িক সফলতা পেলে সেই ফর্মুলায় সাজানো হয় নতুন ছবির ছক। সাম্প্রতিক সময়ে বলিউডে চলছে পুরোনো সিনেমার সিকুয়েলের প্রবণতা। ‘গদার ২’ এর সাফল্যকে যেন ধ্রুবতারা মানছেন বলিউডের নির্মাতারা। এসেছে একাধিক সিনেমার সিকুয়েলের ঘোষণা।

যদিও হিন্দি সিনেমায় সিকুয়েলের ধারা নতুন নয়। অনেক ছবিরই নতুন কিস্তি হয়েছে, হচ্ছে, হবে। কিন্তু প্রায় ২০-২৫ বছর আগের ছবির সিকুয়েল তৈরিতে বলিউড যেন আদা জল খেয়ে নেমেছে।

অনেক দিন আগেই শোনা গিয়েছিল ‘নায়ক: দ্য রিয়েল হিরো’র সিকুয়েল আসবে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কাপুর ও রানি মুখার্জি। সিকুয়েলটিতে অনিল কাপুরের অভিনয়ের কথা ঠিক ছিল। এ বার শোনা যাচ্ছে, রানির সঙ্গেও কথা চলছে। প্রযোজক এ এম রথনামের কাছ থেকে সিনেমাটির স্বত্ব কিনেছেন প্রযোজক দীপক মুকুট। সম্প্রতি তিনি জানিয়েছেন, সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

কয়েক দিন আগেই ‘সরফরোশ’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমির খানও ‘সরফরোশ ২’-এর ঘোষণা দেন। সেখানে তাঁর সঙ্গে ফের জুটি বাঁধবেন সোনালি বেন্দ্রে। ছবির প্রথমাংশ যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় ছবিটি।

সিরিয়ালের তালিকায় রয়েছে সুভাষ ঘাইয়ের ‘খলনায়ক’ও। প্রায় ত্রিশ বছরের ব্যবধানে তৈরি হবে ‘খলনায়ক ২’। সিক্যুয়েলে সঞ্জয় দত্ত অভিনীত চরিত্র বল্লু বলরামের বয়স দেখানো হবে ৫৫। বল্লুর চরিত্রে সঞ্জয় দত্তই যে চূড়ান্ত, তা জানিয়েছেন সুভাষ নিজেই।
সিকুয়েলে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে সানি-আমিশার ‘গদার ২’। ‘গদার’-এর ২২ বছর পর ‘গদার ২’ মুক্তি ও তার বক্স অফিস সাফল্য দৃষ্টান্তই বটে। সানি দেওল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তিনি নিজেই ‘গদার ২’-এর সাফল্যে অবাক হয়ে হয়েছেন। পুরোনো হিট ছবির মুহূর্ত, হিট জুটির ম্যাজিকই হয়তো নস্টালজিয়া উসকে দিচ্ছে, দর্শককে হলমুখী করছে।

সানি দেওল নিজেই আবার অভিনয় করছেন ‘বর্ডার ২’ সিনেমায়। তবে ছবিটি যে সময়ের, সেই টাইমলাইনেই তৈরি হবে। তবে আগের ছবিতে মূলত ভারতীয় সেনাবাহিনীকে দেখানো হয়েছিল, এ বার সেখানে নৌবাহিনী ও বিমানবাহিনীর অবদানও দেখানো হবে। এই ছবিতে সানির সঙ্গে আরও দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।

অন্য দিকে ‘আন্দাজ আপনা আপনা’-র চিত্রনাট্য নিয়েও কাজ শুরু করেছেন রাজকুমার সন্তোষী। সেই সিকুয়েলে হয়তো আবার একসঙ্গে দেখা যেতে পারে আমির খান ও সালমান খানকে।

পুরোনো হিট ছবির সিক্যুয়েলে দর্শকের আগ্রহ যে তৈরি হয়, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু পুরোনো ছবির গল্প, চিত্রনাট্য ও জুটির সেই ম্যাজিক আবার বড় পর্দায় তৈরি হয় কি না সেটাই দেখার বিষয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বলিউডে এখন সিকুয়েলের প্রবণতা

বলিউডে এখন সিকুয়েলের প্রবণতা
ছবি: সংগৃহীত

বলিউডে কোনো ছবি ব্যবসায়িক সফলতা পেলে সেই ফর্মুলায় সাজানো হয় নতুন ছবির ছক। সাম্প্রতিক সময়ে বলিউডে চলছে পুরোনো সিনেমার সিকুয়েলের প্রবণতা। ‘গদার ২’ এর সাফল্যকে যেন ধ্রুবতারা মানছেন বলিউডের নির্মাতারা। এসেছে একাধিক সিনেমার সিকুয়েলের ঘোষণা।

যদিও হিন্দি সিনেমায় সিকুয়েলের ধারা নতুন নয়। অনেক ছবিরই নতুন কিস্তি হয়েছে, হচ্ছে, হবে। কিন্তু প্রায় ২০-২৫ বছর আগের ছবির সিকুয়েল তৈরিতে বলিউড যেন আদা জল খেয়ে নেমেছে।

অনেক দিন আগেই শোনা গিয়েছিল ‘নায়ক: দ্য রিয়েল হিরো’র সিকুয়েল আসবে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কাপুর ও রানি মুখার্জি। সিকুয়েলটিতে অনিল কাপুরের অভিনয়ের কথা ঠিক ছিল। এ বার শোনা যাচ্ছে, রানির সঙ্গেও কথা চলছে। প্রযোজক এ এম রথনামের কাছ থেকে সিনেমাটির স্বত্ব কিনেছেন প্রযোজক দীপক মুকুট। সম্প্রতি তিনি জানিয়েছেন, সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

কয়েক দিন আগেই ‘সরফরোশ’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমির খানও ‘সরফরোশ ২’-এর ঘোষণা দেন। সেখানে তাঁর সঙ্গে ফের জুটি বাঁধবেন সোনালি বেন্দ্রে। ছবির প্রথমাংশ যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় ছবিটি।

সিরিয়ালের তালিকায় রয়েছে সুভাষ ঘাইয়ের ‘খলনায়ক’ও। প্রায় ত্রিশ বছরের ব্যবধানে তৈরি হবে ‘খলনায়ক ২’। সিক্যুয়েলে সঞ্জয় দত্ত অভিনীত চরিত্র বল্লু বলরামের বয়স দেখানো হবে ৫৫। বল্লুর চরিত্রে সঞ্জয় দত্তই যে চূড়ান্ত, তা জানিয়েছেন সুভাষ নিজেই।
সিকুয়েলে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে সানি-আমিশার ‘গদার ২’। ‘গদার’-এর ২২ বছর পর ‘গদার ২’ মুক্তি ও তার বক্স অফিস সাফল্য দৃষ্টান্তই বটে। সানি দেওল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তিনি নিজেই ‘গদার ২’-এর সাফল্যে অবাক হয়ে হয়েছেন। পুরোনো হিট ছবির মুহূর্ত, হিট জুটির ম্যাজিকই হয়তো নস্টালজিয়া উসকে দিচ্ছে, দর্শককে হলমুখী করছে।

সানি দেওল নিজেই আবার অভিনয় করছেন ‘বর্ডার ২’ সিনেমায়। তবে ছবিটি যে সময়ের, সেই টাইমলাইনেই তৈরি হবে। তবে আগের ছবিতে মূলত ভারতীয় সেনাবাহিনীকে দেখানো হয়েছিল, এ বার সেখানে নৌবাহিনী ও বিমানবাহিনীর অবদানও দেখানো হবে। এই ছবিতে সানির সঙ্গে আরও দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।

অন্য দিকে ‘আন্দাজ আপনা আপনা’-র চিত্রনাট্য নিয়েও কাজ শুরু করেছেন রাজকুমার সন্তোষী। সেই সিকুয়েলে হয়তো আবার একসঙ্গে দেখা যেতে পারে আমির খান ও সালমান খানকে।

পুরোনো হিট ছবির সিক্যুয়েলে দর্শকের আগ্রহ যে তৈরি হয়, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু পুরোনো ছবির গল্প, চিত্রনাট্য ও জুটির সেই ম্যাজিক আবার বড় পর্দায় তৈরি হয় কি না সেটাই দেখার বিষয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত