ওপেনারদ্বয় ব্যর্থ, পাওয়ার প্লে’তে নড়বড়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ওপেনারদ্বয় ব্যর্থ, পাওয়ার প্লে’তে নড়বড়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

১৫ বলে ১৪ রান। যেখানে রয়েছে ১টি করে চার ও ছক্কা। তবুও স্ট্রাইক রেট একশর নিচে। দুটি স্কোরিং শট ছাড়া লিটন দাশ নিজের একাদশে ফেরার ম্যাচে চরম বিপর্যয়ে। জীবনও পেয়েছেন দুইবার। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পর রান আউট থেকেও রক্ষা পান। যুক্তরাষ্ট্রে সফরের শুরুটা একদমই ভালো হলো না ডানহাতি ব্যাটসম্যানের।

এদিকে দৃষ্টিনন্দন কয়েকটি শটে সৌম্য আশার আলো দেখিয়েছিলেন। মনে হচ্ছিল বড় একটি ইনিংস তার ব্যাট থেকে আসবে। কিন্তু সঙ্গী হারানোর পর তার পথ ধরেন সৌম্য। পাওয়ার প্লে’র শেষ ওভারে স্টিভেন টেইলর বোলিংয়ে এসে প্রথম বলেই তুলে নেন সৌম্যর উইকেট। স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন সৌম্য। ১৩ বলে ২০ রানে থেমে যায় তার ইনিংস। ৩টি বাউন্ডারি পেয়েছেন বাঁহাতি ওপেনার।

৫ বলের ব্যবধানে ২ ওপেনারকে হারিয়ে বিপদে বাংলাদেশ। উইকেটে নতুন দুই ব্যাটসম্যান শান্ত ও তাওহীদ। ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ কেবল ৩৭।

যুক্তরাষ্ট্রের পেসার আলী খানের করা দ্বিতীয় ওভারে জীবন পেলেন লিটন দাশ। উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু যুক্তরাষ্ট্রের অধিনায়ক ও উইকেট রক্ষক মোনাক পাটেল বল গ্লাভসবন্দী করতে পারেননি।

অফফর্মের কারণে দল থেকে বাদ পড়ার পর এই ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন লিটন। কিন্তু ২ রানে আলগা শটে উইকেটের পেছনে ক্যাচ দেন। তৃতীয় ওভারে দৃষ্টিনন্দন এক শটে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকান তিনি। মনে হচ্ছিল এবার থিতু হতে পারবেন। কিন্তু ৮ রানে সৌম্য সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে নিশ্চিত রান আউট থেকে বেঁচে যান। কাভার থেকে ফিল্ডারের সরাসরি থ্রো স্টাম্পে আঘাত করলে থেমে যেত লিটনের ইনিংস।

প্রথমে ক্যাচ মিস, এরপর রান আউট। দুইবার বেঁচে গিয়েও সুযোগটি লিটন কাজে লাগাতে পারেন কিনা সেটাই দেখার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ।

হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আজ মঙ্গলবার (২১ মে, ২০২৪) প্রথম ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৯টায়। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক পাটেল টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে এটাই যেকোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক লড়াই। প্রীতি ম্যাচেও দুই দল কখনো মুখোমুখি হয়নি। তাই ম্যাচটাকে ঘিরে বাড়তি উন্মাদনা বিরাজ করছে।

যেকোনো বৈশ্বিক প্রতিযোগিতার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের প্রস্তুতির জন্য সিরিজ কিংবা ক্যাম্পের আয়োজন করে। উপমহাদেশের বাইরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই ক্যাম্প বেশ কাজে দেয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের ৫৫টি ম্যাচ দুই দেশের নয়টি শহরে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের তিনটি এবং ক্যারিবিয়ানের ছয়টি।

সেরা প্রস্তুতি দিতে তাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। ম্যাচের ফল কতটা প্রভাব রাখবে তা বলা মুশকিল। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তিনটি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। দ্বিপক্ষীয় এই সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে আইসিসির আয়োজনে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের গ্রুপপর্বের চারটি ম্যাচের দুটি খেলবে যুক্তরাষ্ট্রে, দুটি ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে খেলার পর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউ ইয়র্কে। পরের দুই ম্যাচ সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে যথাক্রমে ১৩ ও ১৭ জুন।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, লিটন দাশ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মাহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

যুক্তরাষ্ট্র একাদশ:
মোনাক পাটেল, অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গিউস, কোরি অ্যান্ডারসন, মোহাম্মদ আলী খান, হারমীত সিং, জাসদ্বীপ সিং, নিতিশ কুমার, নসতুশ কেনজিগে, সৌরভ নেটরাভালকার ও স্টিভেন টেইলর।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ওপেনারদ্বয় ব্যর্থ, পাওয়ার প্লে’তে নড়বড়ে বাংলাদেশ

ওপেনারদ্বয় ব্যর্থ, পাওয়ার প্লে’তে নড়বড়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

১৫ বলে ১৪ রান। যেখানে রয়েছে ১টি করে চার ও ছক্কা। তবুও স্ট্রাইক রেট একশর নিচে। দুটি স্কোরিং শট ছাড়া লিটন দাশ নিজের একাদশে ফেরার ম্যাচে চরম বিপর্যয়ে। জীবনও পেয়েছেন দুইবার। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পর রান আউট থেকেও রক্ষা পান। যুক্তরাষ্ট্রে সফরের শুরুটা একদমই ভালো হলো না ডানহাতি ব্যাটসম্যানের।

এদিকে দৃষ্টিনন্দন কয়েকটি শটে সৌম্য আশার আলো দেখিয়েছিলেন। মনে হচ্ছিল বড় একটি ইনিংস তার ব্যাট থেকে আসবে। কিন্তু সঙ্গী হারানোর পর তার পথ ধরেন সৌম্য। পাওয়ার প্লে’র শেষ ওভারে স্টিভেন টেইলর বোলিংয়ে এসে প্রথম বলেই তুলে নেন সৌম্যর উইকেট। স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন সৌম্য। ১৩ বলে ২০ রানে থেমে যায় তার ইনিংস। ৩টি বাউন্ডারি পেয়েছেন বাঁহাতি ওপেনার।

৫ বলের ব্যবধানে ২ ওপেনারকে হারিয়ে বিপদে বাংলাদেশ। উইকেটে নতুন দুই ব্যাটসম্যান শান্ত ও তাওহীদ। ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ কেবল ৩৭।

যুক্তরাষ্ট্রের পেসার আলী খানের করা দ্বিতীয় ওভারে জীবন পেলেন লিটন দাশ। উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু যুক্তরাষ্ট্রের অধিনায়ক ও উইকেট রক্ষক মোনাক পাটেল বল গ্লাভসবন্দী করতে পারেননি।

অফফর্মের কারণে দল থেকে বাদ পড়ার পর এই ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন লিটন। কিন্তু ২ রানে আলগা শটে উইকেটের পেছনে ক্যাচ দেন। তৃতীয় ওভারে দৃষ্টিনন্দন এক শটে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকান তিনি। মনে হচ্ছিল এবার থিতু হতে পারবেন। কিন্তু ৮ রানে সৌম্য সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে নিশ্চিত রান আউট থেকে বেঁচে যান। কাভার থেকে ফিল্ডারের সরাসরি থ্রো স্টাম্পে আঘাত করলে থেমে যেত লিটনের ইনিংস।

প্রথমে ক্যাচ মিস, এরপর রান আউট। দুইবার বেঁচে গিয়েও সুযোগটি লিটন কাজে লাগাতে পারেন কিনা সেটাই দেখার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ।

হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আজ মঙ্গলবার (২১ মে, ২০২৪) প্রথম ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৯টায়। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক পাটেল টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে এটাই যেকোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক লড়াই। প্রীতি ম্যাচেও দুই দল কখনো মুখোমুখি হয়নি। তাই ম্যাচটাকে ঘিরে বাড়তি উন্মাদনা বিরাজ করছে।

যেকোনো বৈশ্বিক প্রতিযোগিতার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের প্রস্তুতির জন্য সিরিজ কিংবা ক্যাম্পের আয়োজন করে। উপমহাদেশের বাইরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই ক্যাম্প বেশ কাজে দেয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের ৫৫টি ম্যাচ দুই দেশের নয়টি শহরে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের তিনটি এবং ক্যারিবিয়ানের ছয়টি।

সেরা প্রস্তুতি দিতে তাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। ম্যাচের ফল কতটা প্রভাব রাখবে তা বলা মুশকিল। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তিনটি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। দ্বিপক্ষীয় এই সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে আইসিসির আয়োজনে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের গ্রুপপর্বের চারটি ম্যাচের দুটি খেলবে যুক্তরাষ্ট্রে, দুটি ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে খেলার পর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউ ইয়র্কে। পরের দুই ম্যাচ সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে যথাক্রমে ১৩ ও ১৭ জুন।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, লিটন দাশ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মাহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

যুক্তরাষ্ট্র একাদশ:
মোনাক পাটেল, অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গিউস, কোরি অ্যান্ডারসন, মোহাম্মদ আলী খান, হারমীত সিং, জাসদ্বীপ সিং, নিতিশ কুমার, নসতুশ কেনজিগে, সৌরভ নেটরাভালকার ও স্টিভেন টেইলর।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত