মোস্তাফিজের রেকর্ডগড়া বোলিং নিয়ে যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
মোস্তাফিজের রেকর্ডগড়া বোলিং নিয়ে যা বললেন তামিম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সম্মান রক্ষার ম্যাচে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। তবে এটি কেবল তার ব্যক্তিগত অর্জনই না, লাল-সবুজের জার্সিতে টি-টোয়েন্টিতে সেরাও। পাশাপাশি টি-টোয়েন্টির আন্তর্জাতিক ইতিহাসে ষষ্ঠসেরা ফিগার এখন ফিজের।

শনিবার (২৫ মে) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১০ রান খরচায় ৬ উইকেট শিকার করেন টাইগার এই পেসার। তার আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি যুক্তরাষ্ট্র।

এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফিজকে নিয়ে মুগ্ধতার কথা শুনিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার ভাষ্য, ‘তিনি (মোস্তাফিজ) বিশ্বমানের বোলার। আইপিএলে খেলে থাকেন এবং খেলেন অন্য ফ্র্যাঞ্চাইজি লিগেও। ফলে তিনি অনেক অভিজ্ঞ ক্রিকেটার। দারুণ খুশি তার এমন পারফরম্যান্সের জন্য। ম্যাচসেরা এবং সিরিজসেরা হলেন, আসলে তিনি টপক্লাস বোলার।’

তামিম যোগ করেন, ‘তিনি অনেক ভালো বল করেছেন। উইকেট ভালোভাবে পড়তে পেরেছেন। আমরা সবাই জানি যে তিনি কাটার মাস্টার। তার কাটার এখানকার উইকেটে কাজে লাগাতে পেরেছেন। আমরা তাদের (যুক্তরাষ্ট্রের) প্লেয়ারদের ভিডিও দেখেছি, যেহেতু আগে খেলিনি। দারুণ সিরিজ ছিল। তারা ভালো খেলেছে। এখানের কন্ডিশন তারা ভালো জানে–বোঝে। অনেক ভালো খেলেছে তারা।’

উল্লেখ্য, সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১০৫ রানের সহজ লক্ষ্য দেয় যুক্তরাষ্ট্র। জবাব দিতে নেমে ৫০ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৬ উইকেট শিকার করেন জয়ের অন্যতম নায়ক মোস্তাফিজুর রহমান।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মোস্তাফিজের রেকর্ডগড়া বোলিং নিয়ে যা বললেন তামিম

মোস্তাফিজের রেকর্ডগড়া বোলিং নিয়ে যা বললেন তামিম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সম্মান রক্ষার ম্যাচে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। তবে এটি কেবল তার ব্যক্তিগত অর্জনই না, লাল-সবুজের জার্সিতে টি-টোয়েন্টিতে সেরাও। পাশাপাশি টি-টোয়েন্টির আন্তর্জাতিক ইতিহাসে ষষ্ঠসেরা ফিগার এখন ফিজের।

শনিবার (২৫ মে) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১০ রান খরচায় ৬ উইকেট শিকার করেন টাইগার এই পেসার। তার আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি যুক্তরাষ্ট্র।

এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফিজকে নিয়ে মুগ্ধতার কথা শুনিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার ভাষ্য, ‘তিনি (মোস্তাফিজ) বিশ্বমানের বোলার। আইপিএলে খেলে থাকেন এবং খেলেন অন্য ফ্র্যাঞ্চাইজি লিগেও। ফলে তিনি অনেক অভিজ্ঞ ক্রিকেটার। দারুণ খুশি তার এমন পারফরম্যান্সের জন্য। ম্যাচসেরা এবং সিরিজসেরা হলেন, আসলে তিনি টপক্লাস বোলার।’

তামিম যোগ করেন, ‘তিনি অনেক ভালো বল করেছেন। উইকেট ভালোভাবে পড়তে পেরেছেন। আমরা সবাই জানি যে তিনি কাটার মাস্টার। তার কাটার এখানকার উইকেটে কাজে লাগাতে পেরেছেন। আমরা তাদের (যুক্তরাষ্ট্রের) প্লেয়ারদের ভিডিও দেখেছি, যেহেতু আগে খেলিনি। দারুণ সিরিজ ছিল। তারা ভালো খেলেছে। এখানের কন্ডিশন তারা ভালো জানে–বোঝে। অনেক ভালো খেলেছে তারা।’

উল্লেখ্য, সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১০৫ রানের সহজ লক্ষ্য দেয় যুক্তরাষ্ট্র। জবাব দিতে নেমে ৫০ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৬ উইকেট শিকার করেন জয়ের অন্যতম নায়ক মোস্তাফিজুর রহমান।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত