চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র সেলিমুল হক চৌধুরীর (৭২) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পৌরসভার তহবিল থেকে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়। বৃহস্পতিবার (৩০ মে) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, বাঁশখালী পৌরসভার উন্নয়ন তহবিলের অর্থে চারটি দোকান নির্মাণ করা হয়। ওইসব দোকান ভাড়ায় কোনও পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে এবং কমিটি না করে নিজ ক্ষমতাবলে বরাদ্দ দেন। উক্ত চারটি দোকান বরাদ্দ থেকে অগ্রিম বাবদ ৯ লাখ টাকা ভাড়াটিয়াদের কাছ থেকে আন-রেজিস্ট্রি স্ট্যাম্পের মাধ্যমে আদায় করলেও পৌরসভার তহবিলে তা জমা করেননি। অর্থাৎ চারটি দোকান বরাদ্দের পুরো টাকায় তিনি আত্মসাৎ করেন।
এ ছাড়া তিনি ২০২৩ সালে পৌরসভার আর্থিক হিসাব থেকে সাত লাখ টাকা একক স্বাক্ষরে উত্তোলন করেন। এসব টাকা উত্তোলনের জন্য পৌরসভার অনুমোদন নেওয়া হয়নি এবং পৌরসভার হিসাব শাখায় এ টাকা ব্যয় সংক্রান্ত কোনও তথ্য পায়নি দুদক।
এজাহারে আরও বলা হয়, অসাধুভাবে প্রতারণার মাধ্যমে মেয়র পদে দায়িত্বকালে পৌরসভার তহবিল বা সরকারি কোষাগারের ১৬ লাখ টাকা আত্মসাৎ করার দায়ে দণ্ডবিধির ৪২০/৪০৯ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক আতিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে পৌরসভার তহবিল থেকে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।
এদিকে, বর্তমানে কিছু প্রভাবশালী ব্যক্তির সম্পদের অনুসন্ধান করছে দুদক। এই নিয়ে দেশব্যাপী আলোচনা চলছে।