সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় তোজাম্মেল হক (৩৬) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন।
বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তাড়াশ উপজেলার রানীর হাট আঞ্চলিক সড়কের মানিক চাপড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের ওপর সিলেট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘সকালে মোজাম্মেল হক জমিতে কাজ শেষে ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি রানীর হাট আঞ্চলিক সড়কের মানিক চাপড় নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক নিহত হন।’