এমপি আনারকন্যা ডরিনের ভেরিফাইড আইডি উধাও

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
এমপি আনারকন্যা ডরিনের ভেরিফাইড আইডি উধাও
ছবি: সংগৃহীত

ভারতে পঞ্চিমবঙ্গে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ভেরিফাইড আইডি হঠাৎ করে ফেসবুক থেকে উধাও হয়েছে গেছে।

শনিবার রাত ১০টার পর থেকে আইডিটি নিষ্ক্রিয় দেখাচ্ছে। বিকাল ৫টার দিকে ফেসবুকে আইডিটি সচল দেখা যায়নি। ডরিন আইডিতে প্রবেশ করতে পারছেন না। তার একটাই ফেসবুক আইডি এবং সেটি ভেরিফাইড। আইডি হ্যাক হয়েছে কিনা সেটিও তিনি নিশ্চিত না। বিষয়টি ঢাকার ডিবি পুলিশকে জানিয়েছেন।

এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, অনেক চেষ্টা করেছি আইডি সচল করতে কিন্তু পারছি না। বাবার হত্যার বিচার চেয়ে তিনি পোস্ট করতেন এবং আপডেট জানাতেন। জড়িতদের নিয়ে বিভিন্ন পোস্ট করে প্রতিবাদ জানাতেন। সেটি রুখে দিতে ঘাতকেরা আইডিতে রিপোর্ট মেরে বন্ধ করেছে বলে সন্দেহ করছি।

গত ১২ মে ভারতে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ হন এমপি আনার। এরপর ২২ মে কলকাতার সঞ্জীবা গার্ডেনে তাকে হত্যা করা হয় বলে খবর প্রকাশ পায়। পরে এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গত ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এমপি আনারকন্যা ডরিনের ভেরিফাইড আইডি উধাও

এমপি আনারকন্যা ডরিনের ভেরিফাইড আইডি উধাও
ছবি: সংগৃহীত

ভারতে পঞ্চিমবঙ্গে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ভেরিফাইড আইডি হঠাৎ করে ফেসবুক থেকে উধাও হয়েছে গেছে।

শনিবার রাত ১০টার পর থেকে আইডিটি নিষ্ক্রিয় দেখাচ্ছে। বিকাল ৫টার দিকে ফেসবুকে আইডিটি সচল দেখা যায়নি। ডরিন আইডিতে প্রবেশ করতে পারছেন না। তার একটাই ফেসবুক আইডি এবং সেটি ভেরিফাইড। আইডি হ্যাক হয়েছে কিনা সেটিও তিনি নিশ্চিত না। বিষয়টি ঢাকার ডিবি পুলিশকে জানিয়েছেন।

এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, অনেক চেষ্টা করেছি আইডি সচল করতে কিন্তু পারছি না। বাবার হত্যার বিচার চেয়ে তিনি পোস্ট করতেন এবং আপডেট জানাতেন। জড়িতদের নিয়ে বিভিন্ন পোস্ট করে প্রতিবাদ জানাতেন। সেটি রুখে দিতে ঘাতকেরা আইডিতে রিপোর্ট মেরে বন্ধ করেছে বলে সন্দেহ করছি।

গত ১২ মে ভারতে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ হন এমপি আনার। এরপর ২২ মে কলকাতার সঞ্জীবা গার্ডেনে তাকে হত্যা করা হয় বলে খবর প্রকাশ পায়। পরে এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গত ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত