সারা দেশে ৫৯৯ থানার কার্যক্রম শুরু

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
সারা দেশে ৫৯৯ থানার কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

দেশের বেশিরভাগ থানায় আবারও কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেল পর্যন্ত সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টির কার্যক্রম শুরু হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়, রোববার বিকেল ৩টা পর্যন্ত সারা দেশের মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টির কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ৫৩৮টি থানা সেবা দেওয়া শুরু করেছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, বেশিরভাগ থানায় এক থেকে দুটি করে জিডি হয়েছে। দিন দিন সেবাগ্রহীতার সংখ্যা বাড়বে। এসব থানায় হামলা হয়নি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যেসব থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেসব থানায় পুলিশ সদস্যরা এলেও, সেখানে বসার মত অবস্থা নেই। এসব থানা দ্রুতই সংস্কার করে জনগণের জানমালের নিরাপত্তার পাশাপাশি সেবাগ্রহণ নিশ্চিত করা হবে। সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এসব থানা পুরোদমে সংস্কার করা হচ্ছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর সোমবার বিকেল থেকে রাজধানীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। লুট করা হয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম। প্রাণহানি ঘটে অসংখ্য পুলিশের। অনেকে আহত হয়ে এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারা দেশে ৫৯৯ থানার কার্যক্রম শুরু

সারা দেশে ৫৯৯ থানার কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

দেশের বেশিরভাগ থানায় আবারও কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেল পর্যন্ত সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টির কার্যক্রম শুরু হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়, রোববার বিকেল ৩টা পর্যন্ত সারা দেশের মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টির কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ৫৩৮টি থানা সেবা দেওয়া শুরু করেছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, বেশিরভাগ থানায় এক থেকে দুটি করে জিডি হয়েছে। দিন দিন সেবাগ্রহীতার সংখ্যা বাড়বে। এসব থানায় হামলা হয়নি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যেসব থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেসব থানায় পুলিশ সদস্যরা এলেও, সেখানে বসার মত অবস্থা নেই। এসব থানা দ্রুতই সংস্কার করে জনগণের জানমালের নিরাপত্তার পাশাপাশি সেবাগ্রহণ নিশ্চিত করা হবে। সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এসব থানা পুরোদমে সংস্কার করা হচ্ছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর সোমবার বিকেল থেকে রাজধানীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। লুট করা হয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম। প্রাণহানি ঘটে অসংখ্য পুলিশের। অনেকে আহত হয়ে এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত