ভারতের সঙ্গে সব চুক্তি জাতীয় স্বার্থকে সামনে রেখে করা হবে: আসিফ মাহমুদ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ভারতের সঙ্গে সব চুক্তি জাতীয় স্বার্থকে সামনে রেখে করা হবে: আসিফ মাহমুদ
ছবি : প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ডম্বুর গেইট কি আসলেই খুলে দেওয়া হয়েছে, নাকি উপর দিয়ে পানি উপচে এসেছে তা তদন্ত করে দেখা হবে। ভারতের সঙ্গে আমাদের পানির ন্যায্য হিস্যা, পানিচুক্তিসহ সব চুক্তি জাতীয় স্বার্থকে সামনে রেখে করা হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে অতীতের কোনও চুক্তি করা থাকলে তা পুনর্বিবেচনা করা হবে।’

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, সারা দেশে পানিপ্রবাহের পথ বন্ধ করে অবৈধ যেসব স্থাপনা রয়েছে তা উচ্ছেদে সংশ্লিষ্টরা ব্যবস্থা নেবেন। বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে দুর্গতদের পাশে সবাইকে একযোগে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আশ্রয়কেন্দ্র পরিদর্শনের সময় সবাই ঠিকমতো ত্রাণসামগ্রী পাচ্ছেন কিনা তিনি খোঁজখবর নেন।

আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় অংশ নেন৷

আলোচনা সভায় তিনি বলেন, ‘অনেক রক্ত, অনেক ত্যাগ তিতীক্ষা, অনেক লড়াই আর অনেক শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। স্বৈরাচার ও তাদের দোসররা আমাদের মাথায় ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা দিয়ে এবং কয়েক লাখ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। যখন আমরা একটি ক্রান্তিকাল পার করছিলাম, ঠিক সে মুহূর্তে আমরা একটি বন্যার মুখোমুখি হলাম। বন্যার্তদের পাশে আমরা আছি। তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

এ সময় নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভারতের সঙ্গে সব চুক্তি জাতীয় স্বার্থকে সামনে রেখে করা হবে: আসিফ মাহমুদ

ভারতের সঙ্গে সব চুক্তি জাতীয় স্বার্থকে সামনে রেখে করা হবে: আসিফ মাহমুদ
ছবি : প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ডম্বুর গেইট কি আসলেই খুলে দেওয়া হয়েছে, নাকি উপর দিয়ে পানি উপচে এসেছে তা তদন্ত করে দেখা হবে। ভারতের সঙ্গে আমাদের পানির ন্যায্য হিস্যা, পানিচুক্তিসহ সব চুক্তি জাতীয় স্বার্থকে সামনে রেখে করা হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে অতীতের কোনও চুক্তি করা থাকলে তা পুনর্বিবেচনা করা হবে।’

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, সারা দেশে পানিপ্রবাহের পথ বন্ধ করে অবৈধ যেসব স্থাপনা রয়েছে তা উচ্ছেদে সংশ্লিষ্টরা ব্যবস্থা নেবেন। বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে দুর্গতদের পাশে সবাইকে একযোগে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আশ্রয়কেন্দ্র পরিদর্শনের সময় সবাই ঠিকমতো ত্রাণসামগ্রী পাচ্ছেন কিনা তিনি খোঁজখবর নেন।

আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় অংশ নেন৷

আলোচনা সভায় তিনি বলেন, ‘অনেক রক্ত, অনেক ত্যাগ তিতীক্ষা, অনেক লড়াই আর অনেক শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। স্বৈরাচার ও তাদের দোসররা আমাদের মাথায় ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা দিয়ে এবং কয়েক লাখ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। যখন আমরা একটি ক্রান্তিকাল পার করছিলাম, ঠিক সে মুহূর্তে আমরা একটি বন্যার মুখোমুখি হলাম। বন্যার্তদের পাশে আমরা আছি। তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

এ সময় নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত