পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।
তিনি অভিযোগ করেন, একাধিকবার কমিটি গঠন ও সরকারের আশ্বাস সত্ত্বেও কোনো সমাধান আসেনি। বরং আন্দোলনে জড়িত কর্মীদের বিরুদ্ধে চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ নানা হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তদের পুনর্বহাল এবং দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
চার দফা দাবি
১. আরইবি-পিবিএস একীভূতকরণ বা কোম্পানি গঠন: অন্যান্য বিতরণ সংস্থার মতো কোম্পানি করার প্রজ্ঞাপন জারি, চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের পুনর্বহাল, বরখাস্ত ও বদলিকৃতদের পদায়ন বাস্তবায়ন।
২. হয়রানিমূলক পদক্ষেপ বাতিল: ১৭ আগস্ট থেকে বরখাস্ত ও চাকরিচ্যুত সকলকে পূর্বের কর্মস্থলে পদায়ন।
৩. লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ: জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং অবস্থান কর্মসূচিতে অংশ নিতে না পারা পাঁচ লাইনক্রুকে পুনরায় কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়া।
৪. দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
জেআই/