কিয়ামতের পূর্বে পৃথিবীতে ভয়াবহ ফিতনার বিস্তার ঘটবে বলে হাদিসে উল্লেখ আছে। মানুষের অন্তর থেকে দয়া-দাক্ষিণ্য উঠে যাবে, আমল কমে যাবে এবং কৃপণতা বাড়বে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, “হারজ”—অর্থাৎ খুন-খারাবির ব্যাপকতা দেখা দেবে। (বুখারি, হাদিস: ৬০৩৭)
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন, সে যুগে মানুষ এমনভাবে বেপরোয়া হবে যে প্রতিবেশী, বন্ধু, আত্মীয়—কেউই নিরাপদ থাকবে না। এমনকি হত্যাকারীও জানবে না কেন হত্যা করছে এবং নিহতও বুঝতে পারবে না কেন তাকে হত্যা করা হলো। (মুসলিম, হাদিস: ৭১৯৬)
ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, রাসুল ﷺ ফিতনার যুগে করণীয় হিসেবে বলেছেন— “জিহ্বা নিয়ন্ত্রণে রাখবে, হাত গুটিয়ে রাখবে এবং ঘরে অবস্থান করবে।” (আবু দাউদ, হাদিস: ৪২৫৮)
জেআই/